হোম > খেলা > ক্রিকেট

রোহিতকে সহ-অধিনায়কের পদ থেকে সরানোর পরামর্শ কোহলির

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর সংক্ষিপ্ত সংস্করণে অধিনায়ক থাকছেন না বিরাট কোহলি। কাল বৃহস্পতিবার এক টুইটে বিরাট নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এবার ভারতীয় অধিনায়কের চাওয়া সহ-অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হোক রোহিত শর্মাকে। 

ভারতীয় ক্রিকেট বোর্ডকে কোহলি পরামর্শ দিয়েছেন, ওয়ানডেতে সহ অধিনায়ক হিসেবে রোহিতের জায়গায় লোকেশ রাহুল ও টি-টোয়েন্টিতে ঋষভ পন্তকে দায়িত্ব দেওয়ার। এর পেছনের কারণ অবশ্য দুজনের ব্যক্তিগত দ্বন্দ্ব নিয়ে যে গুঞ্জন, সেটি নয়। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বয়সের কারণে এই পরামর্শ দিয়েছেন কোহলি। রোহিতের বছর যেহেতু ৩৪ বয়স হয়ে গেছে, তাই তাঁকে সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে কোনো তরুণকে এই দায়িত্ব দেওয়া যেতে পারে। দলের ভবিষ্যতের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া উচিত মনে করেন কোহলি। ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কারও কোহলির সঙ্গে সুর মিলিয়েছেন। 

সাদা বলের ক্রিকেটে কোহলির অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন গত সপ্তাহ থেকেই ভারতীয় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাবা হচ্ছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত শিরোপা না জিতলে সংক্ষিপ্ত সংস্করণে অধিনায়কত্ব হারাবেন কোহলি। তবে কোহলি বলেছেন, চাপ কমাতেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। বাকি দুই সংস্করণে অবশ্য অধিনায়কত্ব করতে চান তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ: ভারতে খেলবে না বাংলাদেশ

জেতালেন মোস্তাফিজ, ম্যাচসেরা মাহমুদউল্লাহ

চুপ করে বসে থাকার উপায় নেই, মোস্তাফিজ ইস্যুতে তথ্য উপদেষ্টা

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে ইতিবাচক আইসিসি

ভারতে যাবে না বাংলাদেশ, আইসিসির কাছে দ্রুত জবাব চায় বিসিবি

মোস্তাফিজের প্রতি অবিচার ও চরম অসহিষ্ণু আচরণ করেছে ভারত: বাফুফে সভাপতি

সিলেটকে উড়িয়ে রাজশাহীকে পেছনে ফেলল চট্টগ্রাম

আলোকস্বল্পতা-বৃষ্টি বাগড়ায় সিডনিতে অর্ধেক খেলার পরই শেষ, ইংল্যান্ডের কী অবস্থা

ভারত থেকে বাংলাদেশের ম্যাচ সরাতে আইসিসিকে বিসিবির চিঠি

ভারত থেকে ম্যাচ সরলে পরিবর্তন আসতে পারে বাংলাদেশের বিশ্বকাপ দলেও