বাংলাদেশে আসতে না আসতেই দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড। দুই ডোজ টিকা নিয়েও করোনা পজিটিভ হয়েছেন দলটির টপ অর্ডার ব্যাটসম্যান ফিন অ্যালেন।
আজ নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে। দলের ম্যানেজার মাইক স্যান্ডেল বলেছেন, ‘বাংলাদেশের ক্রিকেট কর্তৃপক্ষ পেশাদারিত্বের সঙ্গে সব কিছু দেখভাল করছে। আমরা এ জন্য তাদের কাছে কৃতজ্ঞ।’
পজিটিভ হলেও ফিন অ্যালেন শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন স্যান্ডেল, ‘এটা ফিনের জন্য খুবই হতাশার। তবে এই মুহূর্তে সে ঠিক আছে। আশা করি, দ্রুতই সেরে উঠবে।’
নিউজিল্যান্ড সরকার নতুন করে লকডাউন দেওয়ায় দেশে ফেরেননি অ্যালেন। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ড থেকে ৪ দিন আগেই চলে এসেছিলেন ঢাকায়। কিন্তু তার আগাম আগমন খুব একটা সুখকর হলো না।