হোম > খেলা > ক্রিকেট

সাকিব ক্যাচ মিস করলেও ভুল করেননি শান্ত 

হোক না আকাশ দীপের মতো পেসার। এই মুহূর্তে ভারত যেভাবে রান তুলছে, সেখানে স্পিডব্রেকার হিসেবে কাজ করতে পারেন বাংলাদেশের বোলাররাই। তাসকিন আহমেদ সেই সুযোগটা প্রায় পেয়েই যান। তবে সাকিব আল হাসানের ভুলে সেটা সম্ভব হয়নি। তিনি যে ভুলটা করেছেন, সেটা আর পরে করেননি নাজমুল হোসেন শান্ত। 

চেন্নাইয়ে আজ বাংলাদেশ-ভারত প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হতে না হতেই ঘটে সাকিবের ক্যাচ মিসের ঘটনা। ভারতের প্রথম ইনিংসের ৮৫তম ওভারের পঞ্চম বলে তাসকিনকে পুল করতে যান আকাশ। টাইমিংয়ে গড়বড় হওয়া বল ধরতে স্কয়ার লেগ থেকে মিড উইকেটের দিকে দৌড়াতে থাকেন সাকিব। তবে বলের নাগাল পেলেও বলটা তালুবন্দী করতে পারেননি বাংলাদেশের তারকা অলরাউন্ডার। তাসকিনের বলে ক্যাচ মিস গত কয়েক বছরের পরিচিত দৃশ্য। জীবন পেলেও আকাশকে ব্যাট মাটিতে ঝেরে হতাশা প্রকাশ করতে দেখা গেছে। ভারতীয় এই পেসার হয়তো বুঝতে পেরেছেন, এমন শট খেলা তাঁর উচিত হয়নি। তখন আকাশের রান ছিল ৯ রান।   

সেই তাসকিনের বলেই আকাশ আউট হয়েছেন। ৮৯তম ওভারের পঞ্চম বলে ড্রাইভ করতে যান আকাশ। দীর্ঘক্ষণ আকাশে ভেসে থাকা বল তালুবন্দী করেন শান্ত।  ৩০ বলে ৪ চারে ১৭ রান করে আউট হয়েছেন আকাশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৮.৫ ওভারে ৮ উইকেটে ৩৬৭ রান করেছে ভারত। 

প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৩৯ রান থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। সপ্তম উইকেটে রবীচন্দ্রন অশ্বিন-রবীন্দ্র জাদেজার ১৯৯ রানের জুটি ভাঙেন তাসকিন।টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি থেকে ১৪ রান দূরে থাকতে জাদেজা আউট হয়েছেন তাসকিনের বলে খোঁচা দিতে গিয়ে। বাংলাদেশের উইকেটরক্ষক লিটন দাস সহজেই সেটা তালুবন্দী করেছেন।  ১২৪ বলের ইনিংসে ১০ চার ও ২ ছক্কায় করেছেন ৮৬ রান। 

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ