হোম > খেলা > ক্রিকেট

কাশ্মীরের ‘বুলেট’ এবার ভারতীয় দলের নেটে

সানরাইজার্স হায়দরাবাদের নেট বোলার থেকে ভারতের বিশ্বকাপ দলের নেটে। গল্পটা কাশ্মীরের ‘বুলেট’ উমরান মালিকের। উমরানের ভারতীয় দলের নেটে সুযোগ পাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন তাঁর রাজ্য দলের সতীর্থ পারভেজ রাসুল। 

আইপিএলে শুরুতে হায়দরাবাদের নেট বোলার ছিলেন উমরান। দলের বাঁহাতি পেসার টি-নটরজান করোনা আক্রান্ত হলে কপাল খুলে যায় তাঁর। সুযোগ মেলে হায়দরাবাদের মূল একাদশে। দলের সুযোগ পেয়েই গতির ঝড় তুলে হইচই ফেলে দেন উমরান। এবারের আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ গতির ৫ ডেলিভারির ৩টিই বেরিয়েছে উমরানের হাত থেকে। ঘণ্টায় সর্বোচ্চ ১৫২.৯৫ ডেলিভারিটিও তাঁর ছোড়া।

গত রোববার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আইপিএলের অভিষেক হয় উমরানের। ম্যাচে নিজের প্রথম বলটাই ছুড়েছিলেন ১৪৫ কিলোমিটার বেগে। শেষ পর্যন্ত ৪ ম্যাচে ২৭ রান দিয়ে উইকেটশূন্য থাকলেও গতির ঝড় তুলে তাক লাগিয়ে দিয়েছিলেন উমরান। ওই ম্যাচে ১৫২ কিলোমিটার গতিতেও বল করেছিলেন তিনি। পরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আরও অনবদ্য ছিলেন উমরান। গতির ঝড় তোলার পাশাপাশি ২১ রান দিয়ে নিয়েছিলেন উইকেটও।

আইসিসিকে বাংলাদেশের চিঠি পাঠানোর প্রশ্নে যা বলছে ভারতীয় বোর্ড

টানা ৬ হারের পর অবশেষে নোয়াখালীর জয়

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও