হোম > খেলা > ক্রিকেট

কাশ্মীরের ‘বুলেট’ এবার ভারতীয় দলের নেটে

সানরাইজার্স হায়দরাবাদের নেট বোলার থেকে ভারতের বিশ্বকাপ দলের নেটে। গল্পটা কাশ্মীরের ‘বুলেট’ উমরান মালিকের। উমরানের ভারতীয় দলের নেটে সুযোগ পাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন তাঁর রাজ্য দলের সতীর্থ পারভেজ রাসুল। 

আইপিএলে শুরুতে হায়দরাবাদের নেট বোলার ছিলেন উমরান। দলের বাঁহাতি পেসার টি-নটরজান করোনা আক্রান্ত হলে কপাল খুলে যায় তাঁর। সুযোগ মেলে হায়দরাবাদের মূল একাদশে। দলের সুযোগ পেয়েই গতির ঝড় তুলে হইচই ফেলে দেন উমরান। এবারের আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ গতির ৫ ডেলিভারির ৩টিই বেরিয়েছে উমরানের হাত থেকে। ঘণ্টায় সর্বোচ্চ ১৫২.৯৫ ডেলিভারিটিও তাঁর ছোড়া।

গত রোববার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আইপিএলের অভিষেক হয় উমরানের। ম্যাচে নিজের প্রথম বলটাই ছুড়েছিলেন ১৪৫ কিলোমিটার বেগে। শেষ পর্যন্ত ৪ ম্যাচে ২৭ রান দিয়ে উইকেটশূন্য থাকলেও গতির ঝড় তুলে তাক লাগিয়ে দিয়েছিলেন উমরান। ওই ম্যাচে ১৫২ কিলোমিটার গতিতেও বল করেছিলেন তিনি। পরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আরও অনবদ্য ছিলেন উমরান। গতির ঝড় তোলার পাশাপাশি ২১ রান দিয়ে নিয়েছিলেন উইকেটও।

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪