হোম > খেলা > ক্রিকেট

শেষ ওভারে টানা ৫ ছক্কায় কলকাতার অবিশ্বাস্য জয়

শেষ ওভারে জয়ের জন্য ২৯ রান দরকার ছিল কলকাতা নাইট রাইডার্সের। সেই অবিশ্বাস্য কাজটিই করে দেখালেন রিংকু সিং। যশ দয়ালের শেষ পাঁচ বলে টানা পাঁচ ছয় মেরে সমীকরণটা মিলিয়ে দেন তিনি। আজ আহমেদাবাদে গুজরাট টাইটানসের ২০৫ রানের লক্ষ্য ৩ উইকেট হাতে রেখে জিতেছে কলকাতা। 

শেষ ওভারের প্রথম বলে ১ রান দিয়ে রিংকুকে স্ট্রাইক দেন উমেশ যাদব। এরপর তাঁর অবিশ্বাস্য পাঁচ ছয়। ২১ বলে ১ চার ও ৫ ছয়ে ৪৮ রান করে মাঠ ছাড়েন রিংকু। কলকাতা ৭ উইকেটে করে ২০৭ রান। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বিজয় শঙ্কর ও সাই সুদর্শনের ফিফটিতে ৪ উইকেটে ২০৪ রান করে গুজরাট টাইটানস।

রিংকুর দুর্দান্ত ব্যাটিংয়ে বৃথা গেছে রশিদ খানের হ্যাটট্রিক। অনেক চেষ্টা করেও আফগান স্পিনারের দুর্দান্ত গুগলিটা ঠেকিয়ে রাখতে পারেননি শার্দুল ঠাকুর। মিডল স্টাম্প বরাবর থাকা বলটা লাগল প্যাডে। আম্পায়ার আঙুল তুলতে কালক্ষেপণ করেননি। তাতেই হ্যাটট্রিক রশিদ খানের। 

ইনিংসের ১৭তম ওভারের প্রথম তিন বলেই তিন উইকেট গুজরাট টাইটানস অধিনায়কের। আন্দ্রে রাসেলকে দিয়ে শুরু। ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার মাত্র ১ রান করে রশিদের ঘূর্ণি জালে পড়ে ক্যাচ দিয়ে বসেন বদলি ফিল্ডার শ্রীকর ভরতকে। এরপর কলকাতা নাইট রাইডার্সের আরেক ক্যারিবিয়ান সুনীল নারাইনও তালুবন্দী। পরের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে ঠাকুর। 

আইপিএল ক্যারিয়ারে এটাই প্রথম হ্যাটট্রিক রশিদ খানের। এই মৌসুমেরও প্রথম। এ নিয়ে আইপিএলের ১৬ আসরে মোট হ্যাটট্রিক হলো ২২টি।

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বাজে দিন

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু যুবাদের

শতভাগ ফিট হয়ে নির্বাচকেদের দিকে তাকিয়ে খাজা

প্রথম ম্যাচেই বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাল আফগানিস্তান

দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ ভারতের ৪ ক্রিকেটার

হ্যাট্রটিক শিরোপার মিশনে ফিল্ডিংয়ে বাংলাদেশ