হোম > খেলা > ক্রিকেট

বিরল আউট মুশফিক, হতাশ ধারাভাষ্যকার তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্য দিতে এসেছেন তামিম ইকবাল। মিরপুর টেস্টে আজ লাঞ্চের পর যখন ধারাভাষ্য দিতে বসেছেন বাঁহাতি ওপেনার, তাঁর বন্ধু মুশফিকুর রহিম তখন পঞ্চম উইকেটে শাহাদাত হোসেন দিপুর সঙ্গে ৫০ পেরোনো জুটি গড়ে দলের ব্যাটিং বিপর্যয় সামলে উঠছেন। ঠিক তখনই ৩৫ রান করা মুশফিকের ওই আউট।

৪১তম ওভারে জেমিসনের বলটা রক্ষণাত্মক খেলেছিলেন মুশফিক, বল অফ স্টাম্পের অনেক বাইরে চলে যাচ্ছিল। মুশফিকের মনে কী যে হলো, গ্লাভস দিয়ে বলটা আবার সরিয়ে দিতে গেলেন। এরপর যা হওয়ার সেটিই হলো, ‘অবস্ট্র্যাক্টিং দ্য ফিল্ড’ আউট! একেবারেই অহেতুক, অপ্রয়োজনীয় এবং অবাক করা আউট। তামিম বড় বিস্ময় নিয়ে বললেন, ‘খুবই হতাশার...বল তো উইকেটে হিট করছিল না। এটা করার কোনো দরকারই ছিল না। একেবারেই দুর্ভাগ্য। দল এটা ভাবতেই পারেনি, মুশফিক যা করল।’

একজন তরুণ ব্যাটার এই ভুল করতে পারে, কিন্তু ১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা একজন ক্রিকেটার কীভাবে এই ভুল করেন, সেটি নিয়ে বিস্ময়ের শেষ নেই তামিমসহ সাধারণ দর্শকেরও। ‘আপনি এটা করতেই পারেন না। বিশেষ করে মুশফিকের মতো খেলোয়াড়ের কাছ থেকে। এটা তার চেয়ে ভালো আর কে জানবে যে এত দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছে’, বলছিলেন তামিম।

টেস্ট ক্রিকেটে এই প্রথম বাংলাদেশের কোনো ব্যাটার ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হলেন। টেস্টে এমন ঘটনা নবম। মুশফিকের আউটে আবারও কঠিন পরিস্থিতিতে বাংলাদেশ।

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের

বিপিএলে শরীফুলের এমন সাফল্যের রহস্য কী

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক

সেঞ্চুরি, ১০৭ মিটার ছক্কা ও এক ওভারে ৩২ রান নিয়ে স্মিথের ইতিহাস

চট্টগ্রামের কাছে হেরে সবার আগে নোয়াখালীর বিদায়

বিপিএলের শেষে এসেই কেন অধিনায়ক বদলাল রংপুর

বিসিবির সঙ্গে কথা বলতে আসছে আইসিসির প্রতিনিধিদল, হতে পারে সমাধান

বিপিএলে সেরা বোলিংটা আজই করলেন শরীফুল

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল আফগানিস্তান