হোম > খেলা > ক্রিকেট

মেয়েদের অ্যাশেজে রেকর্ড পরিমাণ টিকিট বিক্রি

জুনে শুরু হচ্ছে মেয়েদের অ্যাশেজ। চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার লড়াইয়ে এবার স্বাগতিক ইংল্যান্ড। অ্যাশেজ সামনে রেখে ঘরের মাঠে দর্শকসংখ্যায় রেকর্ড গড়তে যাচ্ছে ইংল্যান্ড।

ব্যালট প্রক্রিয়ার মধ্যে গত নভেম্বর থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। ইএসপিএন ক্রিকইনফো জানতে পেরেছে ইংল্যান্ডের ঘরের মাঠে ব্যস্ত সূচি সামনে রেখে ৫৫ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। ২২ জুন ট্রেন্ট ব্রিজ টেস্ট দিয়ে শুরু হবে নারী অ্যাশেজ। এরপর ১ থেকে ১৮ জুলাই পর্যন্ত ছয়টি সাদা বলের ম্যাচ খেলবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে এ দুই দল।

৫০ হাজারের ওপরে টিকিট বিক্রি হওয়ায় রোমাঞ্চিত বোধ করছেন ন্যাট স্কাইভার ব্রান্ট। ইংলিশ এই অলরাউন্ডার বলেন, ‘আমরা যে এত টিকিট বিক্রি করেছি, তা সত্যিই রোমাঞ্চকর। এখানে ডব্লুপিএলে আপনি দেখতে পাচ্ছেন এবং হান্ড্রেডেও দেখতে পাবেন যে বিপুল দর্শক কীভাবে পার্থক্য গড়ে দেয়। লর্ডস অথবা এজবাস্টনে দর্শকপূর্ণ স্টেডিয়ামে অ্যাশেজ খেলা দারুণ ব্যাপার। আমি খেলতে মুখিয়ে আছি।’

এর আগে গত সপ্তাহে ওয়ারউইকশায়ার ঘোষণা দিয়েছিল যে এজবাস্টন টি-টোয়েন্টি ম্যাচের জন্য তারা এরই মধ্যে ১৪ হাজার টিকিট বিক্রি করেছে। ১ জুলাই এজবাস্টনে হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টি-টোয়েন্টি। তাতে ইংল্যান্ডের ঘরের মাঠে সবচেয়ে বেশি দর্শকের রেকর্ড হবে। মেয়েদের অ্যাশেজের পর ঘরের মাঠে সেপ্টেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ছয়টি সাদা বলের ম্যাচ খেলবে ইংল্যান্ড।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা