হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের কৌশল ‘চুরি’ করে উন্নতি করেছে ভারত, দাবি রমিজের

ভারতীয় ক্রিকেটকে এখন অনেকেই ‘রোল মডেল’ মনে করে। বিশেষ করে গত ১৫ বছরে দলটি নিজেদের নিয়ে গেছে সাফল্যের চূড়ায়। 

ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, টেস্ট রাজদণ্ড, এশিয়া কাপ, চ্যাম্পিয়নস ট্রফি—গত দেড় দশকে সম্ভাব্য সব শিরোপা জিতেছে ভারত। সে তুলনায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান অনেক পিছিয়ে। 

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা মনে করেন, ভারতীয় ক্রিকেট ঐশ্বর্যমণ্ডিত হয়েছে হয়েছে পাকিস্তানের কারণেই! সদ্যই বোর্ডের মসনদে বসা রমিজের দাবি, পাকিস্তানের পরিকল্পনা ও কৌশল ‘চুরি’ করে এতটা উন্নতি করেছে ভারত। 

রমিজ ও ভারতের হেড কোচ রবি শাস্ত্রী সমসাময়িক খেলোয়াড়। একে-অপরের বিপক্ষে খেলেছেন বহু ম্যাচ। যে কারণে পাকিস্তানের সব কৌশল ভালো করেই জানা শাস্ত্রীর। সেটিই মনে করিয়ে দিয়ে ৫৯ বছর বয়সী রমিজ বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট দলের যত সুপরিকল্পনা ছিল, সেগুলো পরের দিকে ভারতীয়রা কাজে লাগিয়েছে। যেহেতু রবি শাস্ত্রী এখন বিরাট কোহলিদের কোচ, এটা হতোই। শাস্ত্রী বরাবরই পাকিস্তান ক্রিকেটের ভক্ত।’ 

রমিজ আরও বলেন, ‘আমাদের দলটা খুব পরিশ্রমী ছিল। যাদের প্রতিভা কম ছিল, তারাও শতভাগ নিংড়ে দিত। সেটাই আমাদের লক্ষ্য ছিল। আমরা সহজে হাল ছেড়ে দিতাম না। ভারতও সেই রাস্তায় হেঁটেছে। প্রচুর পরিশ্রম করেছে। ওদের প্রথম শ্রেণির ক্রিকেটের মান অনেক উন্নত হয়েছে। ওদের কাতারে দাঁড়াতে হলে আমাদের আগামী তিন-চার বছরে অনেক কিছু করতে হবে।’ 

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ