হোম > খেলা > ক্রিকেট

বিপিএলের মাঝে কী চমক দিতে চাচ্ছে বরিশাল

হঠাৎ করে টুর্নামেন্ট ছেড়ে চলে যাওয়া, আবার খেলতে আসা—২০২৪ বিপিএলের অন্যতম সেরা চমক যে দেখিয়েছেন শোয়েব মালিক। মালিক খেলছেন এবার ফরচুন বরিশালের হয়ে। এই ফ্র্যাঞ্চাইজিটি আবার দেখাতে যাচ্ছে চমক। 

১৯ জানুয়ারি থেকে ১ মার্চ—সব মিলে ২০২৪ বিপিএলে হবে ৪৬ ম্যাচ। এরই মধ্যে হয়ে গেছে ২৮ ম্যাচ। যেখানে লিগ পর্যায়ের ১২ ম্যাচের ৮ ম্যাচ খেলে ফেলেছে ফরচুন বরিশাল। অন্যদিকে গতকাল সানরাইজার্স ইস্টার্ন কেপ-ডারবান সুপার জায়ান্টস ম্যাচ দিয়ে শেষ হয়েছে এসএ টোয়েন্টির দ্বিতীয় আসর। এই টুর্নামেন্টে ডারবানের অধিনায়ক ছিলেন কেশব মহারাজ আর পার্ল রয়্যালসকে নেতৃত্ব দেন ডেভিড মিলার। বিপিএলের মাঝামাঝি পর্যায়ে এসে মহারাজ, মিলারের মতো দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটারদের খেলতে আসার কথা জানিয়েছেন বরিশালের সত্বাধিকারী মিজানুর রহমান। দুর্দান্ত ঢাকার বিপক্ষে গতকাল রাতে ম্যাচ শেষে সাংবাদিকদের মিজানুর বলেছেন, ‘পরের ম্যাচে কেশব মহারাজ যোগ দেবে। মিলার সম্ভবত ১৭ তারিখের পরে বা ১৭ তারিখে (ফেব্রুয়ারি) আসছে। তার একটা ব্যক্তিগত অনুষ্ঠান রয়েছে। সেজন্য অপেক্ষা করছি।’ 

মহারাজের দল এবারের এসএ টোয়েন্টিতে হয়েছে রানার্সআপ। সেই ফ্র্যাঞ্চাইজিতে খেলেন আফগানিস্তান পেসার নাভিন উল হক। বরিশালের হয়ে নাভিন খেলবেন কি না, সেই প্রসঙ্গে মিজানুর বলেন, ‘নাভিন উল হক আসলে চোটে পড়েছে। সে (নাভিন) খেলতে পারবে না বলেছে। সেকারণে সে আসছে না। সে যেহেতু খেলতে চাচ্ছে না, আমরা তো জোর করে আনতে পারব না। সে চুক্তি করেও খেলবে না বলছে। এমন যদি হতো, আমার এখানে না খেলে সে চট্টগ্রাম বা ঢাকায় খেলত, তাহলে আমি বলতে পারতাম। তবে সে খেলছে না।’

বিপজ্জনক বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সেই ঘটনা মনে করিয়ে দিলেন আফ্রিদি

বর্তমান ক্রিকেটারদের আগ্রাসনের অভাব দেখছেন শোয়েব

আফগানদের বিদায়ে সেমিফাইনালে বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রস্তাব পেলে কি বিসিবিতে কাজ করবেন শোয়েব আখতার

শোয়েব আখতার বলছেন, তাসকিন আমার রেকর্ড ভেঙে দিক

পিএসএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত, পেছাচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

বন্ডাই বিচে হামলার পর অ্যাশেজে নিরাপত্তা নিয়ে শঙ্কিত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

নেপালকে বিধ্বস্ত করে সেমির আরও কাছে বাংলাদেশ

ভারতকে গুঁড়িয়ে আইসিসির সেরা হারমার

সেমিফাইনালের পথে বাংলাদেশ