হোম > খেলা > ক্রিকেট

সাকিবদের রানপাহাড় পেরিয়ে মাশরাফিদের টানা জয় 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রানবন্যার ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়ে বিপিএলে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। আট বোলার ব্যবহার করেও ফল নিজেদের পক্ষে নিতে পারেনি সাকিব আল হাসানের দল। তৌহিদ হৃদয়, জাকির হোসেন ও মুশফিকুর রহিমদের ব্যাটিং তাণ্ডবে ৬ উইকেটে বরিশালকে উড়িয়ে দিয়েছে সিলেট। 

এক ওভার হাতে রেখে ৪ উইকেট হারিয়ে বরিশালের দেওয়া ১৯৫ রানের বড় লক্ষ্যে পৌঁছে যায় সিলেট। দলের জয়ে ৩৪ বলে ৫৫ রানের দারুণ এক ইনিংস খেলেন তৌহিদ হৃদয়। ৭টি চার ও ১টি ছক্কায় ইনিংস সাজিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার। ৪০ বল মোকাবিলায় ৪৮ রান করে আউট হন ওপেনার নাজমুল হোসেন শান্ত। 

১৮ বলে ৩ ছক্কায় ও চারটি চারে জাকির খেলেন ৪৩ রানের ইনিংস। মুশফিক ২৩ ও থিসারা পেরেরা ২০ রানে অপরাজিত ছিলেন। বরিশালের হয়ে করে উইকেট নিয়েছেন করিম জানাত ও চতুরাঙ্গা ডি সিলভা। 

এর আগে টস জিতে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে বরিশাল। ৩২ বল মোকাবিলায় ৬৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন সাকিব। ২০৯ স্ট্রাইকরেটের ইনিংসে ছিল ৭টি চার ও ৪টি ছক্কা। এ ছাড়া চতুরাঙ্গা ডি সিলভা ২৫ বলে ৩৬, এনামুল হক বিজয় ২১ বলে ২৯ এবং মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে আসে ১৯ রান। 

সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ৪ ওভারে ৪৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন ইমাদ ওয়াসিম, রেজাউর রহমান রাজা ও থিসারা পেরেরা। 

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ