হোম > খেলা > ক্রিকেট

জোড়া ডাবল সেঞ্চুরিতে কিউইদের রানের পাহাড়

ওয়েলিংটনে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন থেকেই দাপট দেখিয়ে খেলছে নিউজিল্যান্ড। দুই ব্যাটারের ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে ব্ল্যাকক্যাপসরা। দ্বিতীয় দিন শেষে ৫৫৪ রানে এগিয়ে রয়েছে কিউইরা। 

২ উইকেটে ১৫৫ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। কেইন উইলিয়ামসন ২৬ রানে ও হেনরি নিকোলস ১৮ রানে দিনের খেলা শুরু করেছেন। এই দুই কিউই ব্যাটার আজ লঙ্কান বোলারদের হতাশায় পুড়িয়েছেন। তৃতীয় উইকেটে ৪৬৭ বলে ৩৬৩ রানের জুটি গড়েছেন উইলিয়ামসন ও নিকোলস। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ডাবল সেঞ্চুরি করেন উইলিয়ামসন। উইলিয়ামসনকে ফিরিয়ে তৃতীয় উইকেটের মহাকাব্যিক জুটি ভাঙেন প্রভাত জয়সুরিয়া। ২৯৬ বলে ২৩ চার ও ২ ছক্কায় ২১৫ রানের ইনিংস খেলেন কিউইদের সাবেক টেস্ট অধিনায়ক।

উইলিয়ামসনের বিদায়ের পর ইনিংস লম্বা করতে থাকেন নিকোলস। টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন কিউই এই বাঁহাতি ব্যাটার। ২৪০ বলে ১৫ চার ও ৪ ছক্কায় ২০০ রানের অপরাজিত ইনিংস খেলেন নিকোলস। ৪ উইকেটে ৫৮০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। সর্বোচ্চ ২১৫ রান আসে উইলিয়াসমনের ব্যাট থেকে। লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন কাসুন রাজিথা। একটি করে উইকেট নিয়েছেন জয়সুরিয়া ও ধনঞ্জয় ডি সিলভা। 

কিউইদের ৫৮০-র পর ব্যাটিং করতে নেমে বিপদে পড়েছে শ্রীলঙ্কা। ২ উইকেটে ২৬ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে লঙ্কানরা। ডিমুথ করুণারত্নে ১৬ রানে ও প্রভাত জয়সুরিয়া ৪ রানে অপরাজিত আছেন। একটি করে উইকেট নিয়েছেন ডুগ ব্রেসওয়েল ও ম্যাট হেনরি।

বিকেলে কাঁপালেন মোস্তাফিজ, রাতে সাকিব

ভারতকে একা হাতে শেষ করে দেওয়া কে এই সামির মিনহাজ

হঠাৎ ভাত থেকে স্যান্ডউইচে চলে গেলি, শামীমকে সাইফউদ্দিন

এবারও পাকিস্তানের বোর্ডপ্রধানকে বর্জন করলেন ভারতীয় ক্রিকেটাররা

দুবাইকে জিতিয়ে ম্যাচসেরা মোস্তাফিজ

মিঠুনকে কেন অধিনায়ক করল ঢাকা ক্যাপিটালস

মোস্তারির ফিফটিতে উত্তরাঞ্চলের হ্যাটট্রিক জয়, হেরেই চলেছে পূর্বাঞ্চল

ভারতকে গুঁড়িয়ে ১৩ বছর পর চ্যাম্পিয়ন পাকিস্তান

১ ওভারে মোস্তাফিজের ৩ উইকেট, হলো না হ্যাটট্রিক

বিপিএলে রাজশাহীর উইকেটরক্ষক আসলে কে, মুশফিক নাকি আকবর