হোম > খেলা > ক্রিকেট

সাকিব-মাশরাফিদের বড় চ্যালেঞ্জই ছুড়ে দিল আবাহনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপার লিগ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে বড় সংগ্রহই পেয়েছে আবাহনী লিমিটেড। মিরপুরে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ২৭৯ রান করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। শিরোপার দৌড়ে টিকে থাকতে মাশরাফি বিন মর্তুজার রূপগঞ্জের সামনে লক্ষ্যটা বেশ বড়ই। জিততে হলে সুপার লিগ পর্বের সর্বোচ্চ সংগ্রহ তাড়া করতে হবে তাদের।

অনেকটা কোণঠাসা অবস্থায় থেকে এই ম্যাচে খেলতে নামে আবাহনী। সুপার লিগ পর্বে নিজেদের আগের দুটি ম্যাচই হেরেছিল মোসাদ্দেক হোসেন সৈকতের দল। টস জিতে ব্যাটিংয়ে নামা আবাহনী আজও শুরুটা ভালো করতে পারেনি। ৩০ রানের মধ্যে দুই ওপেনার ড্রেসিংরুমের পথ ধরেন। ব্যক্তিগত ২২ রানে মাশরাফির বলে আউট হন মোহাম্মদ নাঈম, আরেক পেসার আল আমিন হোসেনের শিকারে পরিণত হন নাঈমের সঙ্গী মাহমুদুল হাসান জয় (৬)। 

তবে তৃতীয় উইকেটে আবাহনীকে পথ দেখান আফিফ হোসেন আর নাজমুল হোসেন শান্ত। ৭ চার ও ১ ছক্কায় ৭২ বলে ৬২ রান করে প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে মুক্তার আলীর বলে বোল্ড হন আফিফ। তবে অধিনায়ক মোসাদ্দেককে নিয়ে আবাহনীকে বড় সংগ্রহের পথে রাখেন শান্ত। দুজনই অবশ্য সাকিব আল হাসানের শিকারে পরিণত হয়ে ফেরেন। ১৪ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন শান্ত। ২৮ রান করেন মোসাদ্দেক। 

শেষ ১০ ওভারে তৌহিদ হৃদয়-মোহাম্মদ সাইফউদ্দীন-জাকের আলী অনিকের তিনটি কার্যকরী ইনিংস আবাহনীকে বড় সংগ্রহ এনে দেয়। হৃদয় ১৬ বলে ২৪, সাইফউদ্দীন ২৭ বলে অপরাজিত ৩০ আর জাকের ৮ বলে ১৩ রান করেন। ১০ ওভারে ৫৩ রান দিয়ে ৩ উইকেট নেন সাকিব।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ