হোম > খেলা > ক্রিকেট

ধুমধাম করে অবশেষে বিয়ে সারলেন রশিদ খান

রশিদ খান বিয়ে কবে করছেন—এটা নিয়ে গত কয়েক বছর ধরেই চলছিল আলাপ-আলোচনা। অবশেষে ক্রিকেটপ্রেমীদের সব জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। শুভকাজটা গতকাল সেরেই ফেললেন আফগান এই লেগ স্পিনিং অলরাউন্ডার। একই দিনে বিয়ের পিঁড়িতে বসেছেন তাঁর তিন ভাইও।

আফগানিস্তানের রাজধানী কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে ধুমধাম করে হয় রশিদের বিয়ে। বেশ কিছু গণমাধ্যমের খবর অনুযায়ী, পশতুন রীতি অনুযায়ী বিয়ে করেছেন আফগান এই অলরাউন্ডার। রশিদের তিন ভাই আমির খলিল, জাকিউল্লাহ, রাজা খান একই দিনে বিয়ে করেছেন। তবে তাঁদের স্ত্রীদের নাম-পরিচয় এখনো অজানা। 

রশিদ ও তাঁর তিন ভাইয়ের একই দিনে বিয়ের ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল। আফগান অলরাউন্ডারের বিয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজন না হয়ে কি পারে! রশিদসহ চার ভাইয়ের বিয়ে উপলক্ষে ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলের ভেতরে ও বাইরে কড়া নিরাপত্তা বসানো হয়েছিল। অস্ত্র হাতে নিরাপত্তাকর্মীরা পাহারা দিয়েছেন বলে একটি ভিডিওতে দেখা গেছে। বিয়ের অনুষ্ঠান চলেছে অনেক রাত পর্যন্ত। ব্যাপক খাবার-দাবারের আয়োজনও ছিল।

রশিদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর সতীর্থ মোহাম্মদ নবী,  আজমতউল্লাহ ওমরজাই, ফজলহক ফারুকিসহ আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ, প্রধান নির্বাহী নসিব খান। রশিদ ও তাঁর ভাইদের সঙ্গে তোলা একাধিক ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন নবী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবি পোস্ট করে নবী লিখেছেনস আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। তিনি লিখেছেন, ‘তোমাদের বিয়েতে অনেক অনেক অভিনন্দন। ভালো ও সমৃদ্ধ জীবন হোক।’

কদিন আগেই বিয়ে করেছেন ওমরজাই। আফগান এই পেস বোলিং অলরাউন্ডার গতকাল বিয়ে করা রশিদকে চ্যাম্পিয়ন আখ্যা দিয়েছেন। রশিদের বিয়ের অনুষ্ঠানের ছবি পোস্ট করে ওমরজাই লিখেছেন, ‘বিয়ে করায় জাতীয় দলের চ্যাম্পিয়ন রশিদ খানকে অভিনন্দন। তাঁর সুখী জীবনের প্রার্থনা করছি।’

২০২৪ সালে আফগানিস্তান ক্রিকেট দল দারুণ সময় পার করছে। এ বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছে আফগানরা। সেই বিশ্বকাপে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো ক্রিকেট পরাশক্তিকে হারিয়েছে রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত মাসে আফগানিস্তান ওয়ানডে সিরিজ জেতে ২-১ ব্যবধানে। শারজায় হাশমাতুল্লাহ শাহিদির নেতৃত্বে সেই ওয়ানডে সিরিজ খেলেছিল আফগানরা। এটা আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকার প্রথম কোনো দ্বিপক্ষীয় সিরিজ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক

বাজে রেকর্ডে এক ভারতীয়কে ছাড়িয়ে গেলেন আরেক ভারতীয় ক্রিকেটার

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএল ও ঘরোয়া ফুটবল স্থগিত