হোম > খেলা > ক্রিকেট

ভারতের অনুমোদনহীন লিগ খেলতে গিয়ে বিপাকে আশরাফুলরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আশরাফুলরা ভারতের একটি অনুমোদনহীন লিগ খেলতে গেছেন। ছবি: ফেসবুক

ভারতের রাজস্থানে শুরু হয়েছে এশিয়ান লিজেন্ডস ক্রিকেট লিগ নামে একটি টুর্নামেন্ট। এতে ভারতের সাবেক তারকা ক্রিকেটারদের পাশাপাশি অবসরপ্রাপ্ত ঘরোয়া ক্রিকেটাররাও অংশ নিয়েছেন। বিভিন্ন দেশের একাধিক সাবেক ক্রিকেটারও খেলছেন এই লিগে।

বাংলাদেশ থেকেও বেশ কয়েকজন ক্রিকেটার এই লিগে অংশ নিতে ভারতে গেছেন। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, নাদিফ চৌধুরী, আবুল হাসান রাজু, নাজিমউদ্দিন, তুষার ইমরান, ধীমান ঘোষের সঙ্গে নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলা কয়েকজন ক্রিকেটারেরও খেলার কথা ছিল। ইতিমধ্যে ভারতের উদয়পুরে পৌঁছেছেন নাদিফ চৌধুরী, নাজিমউদ্দিন, ইলিয়াস সানি, মোক্তার আলী ও নাঈম ইসলাম।

তবে আজ সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট বিভাগ ক্রিকেটারদের এই লিগে অংশ না নিতে সতর্ক করেছে। বিসিবি জানিয়েছে, এ লিগটি আইসিসি বা বিসিসিআইয়ের অনুমোদিত নয় এবং এতে অংশ নেওয়া ক্রিকেটারদের কোনো ধরনের খেলার ছাড়পত্র (এনওসি) দেওয়া হবে না। এতে বিপাকে পড়েছেন ভারতে যাওয়া বাংলাদেশি ক্রিকেটাররা। সূত্র জানিয়েছে, বিসিবি নিষেধাজ্ঞা দেওয়ায় তাঁরা এখন দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

চট্টগ্রামের কাছে হেরে সবার আগে নোয়াখালীর বিদায়

বিপিএলের শেষে এসেই কেন অধিনায়ক বদলাল রংপুর

বিসিবির সঙ্গে কথা বলতে আসছে আইসিসির প্রতিনিধিদল, হতে পারে সমাধান

বিপিএলে সেরা বোলিংটা আজই করলেন শরীফুল

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল আফগানিস্তান

রংপুরের অধিনায়কত্ব লিটনের কাছে কোনো ‘বোঝা’ নয়

বিপিএলের সূচি পরিবর্তনের ধকল যাবে ক্রিকেটারদের ওপর দিয়েই

ভারতকে হারালে সবচেয়ে বেশি খুশি হয় বাংলাদেশ, বলছেন মিরাজ

‘অপরিচিত নম্বর থেকে ক্রিকেটারদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে’

যখন বিয়ে করেছিলাম, সে রকম চাপ মনে হয়েছে: বিপিএল ইস্যুতে বিসিবি পরিচালক