হোম > খেলা > ক্রিকেট

দিনের শুরুতেই বাংলাদেশের দুঃসংবাদ, ভারতের সুখবর

দুঃসংবাদ পাওয়ার পরও বাংলাদেশকে সৌভাগ্যবানই বলতে হবে! ভাগ্যিস, র‍্যাঙ্কিংটা ফেব্রুয়ারির। নভেম্বরের হলেই কপাল পুড়ত মাহমুদউল্লাহ রিয়াদের দলের। 

আজ সকালে প্রকাশিত আইসিসি সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের যা অবস্থান, গত বছরের নভেম্বরেও সেটি থাকলে অস্ট্রেলিয়ায় এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সুপার টুয়েলভ’ পর্বে সরাসরি জায়গা করে নেওয়া দূরে থাক, বাছাই পর্ব উতরে মূলপর্বে খেলা হতো কি না সন্দেহ! 

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে টানা ৮ ম্যাচ হারা বাংলাদেশ আরও নিচে নেমে অবস্থান করছে দশ নম্বরে। 

গত রাতে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করা ভারত সকালেই পেয়েছে সুসংবাদ। স্থায়ী অধিনায়কত্বের দায়িত্ব পেয়েই দলকে চূড়ায় তুলেছেন রোহিত শর্মা। দুইয়ে নেমে গেছে এউইন মরগানের ইংল্যান্ড। 

টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে গতকাল ধবলধোলাই এড়ানো জয়ে বাংলাদেশকে পেছনে ফেলে নয়ে উঠে এসেছে শ্রীলঙ্কা। যদিও বাংলাদেশ-শ্রীলঙ্কার রেটিং সমান (২৩১)। 

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন দল সরাসরি ‘সুপার টুয়েলভ’ পর্বে খেলবে আর কারা খেলবে প্রথম পর্বে, সেটি ঠিক করতে ১৫ নভেম্বরের র‍্যাঙ্কিংকেই ‘মাপকাঠি’ ধরে নেওয়া হয়েছিল। বাংলাদেশের জন্য স্বস্তিটা এখানেই যে, সে সময় ওয়েস্ট ইন্ডিজ টানা দুই হারে দশে নেমে গিয়েছিল। ফলে বাংলাদেশ উঠে এসেছিল আটে। সে সুবাদে সরাসরি সুপার টুয়েলভেই জায়গা মেলে সাকিব আল হাসান-মোস্তাফিজুর রহমানদের। 

কলকাতার ইডেন গার্ডেনসে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে এক বোলার কম নিয়ে খেলেও ১৭ রানে জয় পায় ভারত। এ জয়ে তাদের রেটিং এখন ২৬৯। ইংল্যান্ডের রেটিং সমান ২৬৯। তবে ভগ্নাংশের ব্যবধানে কিছুটা এগিয়ে থেকে এক নম্বরে উঠে গেছেন রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। 

র‌্যাঙ্কিংয়ের বিবেচিত সময়ে দুই দলই খেলেছে সমান ৩৯ ম্যাচ। ভারতের পয়েন্ট তাতে ১০৪৮৪, ইংল্যান্ডের ১০৪৭৪। 

ভারত যে দলকে উড়িয়ে মগডালে চড়ে বসল, সেই ওয়েস্ট ইন্ডিজের কাছে গত মাসে টি-টোয়েন্টি সিরিজে হেরে যায় ইংল্যান্ড।

ক্রিকেটার হিসেবে অবশ্যই বিশ্বকাপ খেলতে চাই

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি দিল পাকিস্তান

বিপিএল খেলতে ঢাকায় কেন উইলিয়ামসন

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’