হোম > খেলা > ক্রিকেট

এক ম্যাচ আগেই চ্যাম্পিয়ন জ্যোতির শেলটেক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এক ম্যাচ হাতে রেখেই ডিপিএলে শিরোপা জিতল নিগার সুলতানা জ্যোতির শেলটেক। ছবি: সৌজন্য ছবি

এক ম্যাচ হাতে রেখেই মেয়েদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা জিতল শেলটেক ক্রিকেট একাডেমি। আজ খেলাঘর সমাজকল্যাণ সমিতির বিপক্ষে ৪ উইকেটে জয়ে ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

সাত ম্যাচে মোহামেডান স্পোর্টিংয়ের পয়েন্ট ১২। শেষ ম্যাচে যদি তারা জেতে আর শেলটেক হেরে যায়, সে ক্ষেত্রে দুই দলেরই পয়েন্ট হবে সমান—১৪। তবে টুর্নামেন্টের নিয়মানুযায়ী দুই দলের পয়েন্ট সমান হলে শিরোপা নিষ্পত্তিতে বিবেচনায় আসবে মুখোমুখি লড়াইয়ের ফল।

ইউল্যাব মাঠে আজ টস জিতে ব্যাটিংয়ে নেমে শেলটেকের দুই স্পিনার ফাহিমা খাতুন (৩/১২) ও জান্নাতুল ফেরদৌস সুমনার (৩/৪৬) ঘূর্ণিতে মাত্র ১১৮ রানে অলআউট হয় খেলাঘর। জবাবে শারমিন সুলতানার ৪১ রানের ইনিংসের ওপর ভর করে ২৪.১ ওভার ও ৬ উইকেট হাতে রেখেই জিতে যায় শেলটেক।

দিনের আরেক খেলায় বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে মোহামেডানের ২১৯ রানের জবাবে বিকেএসপি গুটিয়ে যায় ১৪৫ রানে। ৭৪ রানের জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মোহামেডান। দলের হয়ে শারমিন আক্তার সুপ্তা ৭৪ রানের ইনিংস খেললেও ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে ৩৪ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন সালমা খাতুন।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত