হোম > খেলা > ক্রিকেট

হৃদয়ের ওপর মেজাজ হারিয়েই কি আউট, লিটনের ব্যাখ্যা

ক্রীড়া ডেস্ক    

আউটের পেছনে মেজাজ হারানোর কারণ দেখছেন না লিটন দাস। ছবি: এএফপি

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ২০২ রানের লক্ষ্য তাড়ায় নেমে দারুণ শুরুর পর খেই হারায় বাংলাদেশের ব্যাটিং। তানজিদ হাসান তামিমের ঝোড়ো শুরুর সৌজন্যে ৩.৫ ওভারেই ৪৪ রান তোলে তারা। তারপর ১২ রানের মধ্যে ৫ উইকেট হারায়। সেখানেই মূলত ম্যাচ ফসকে বাংলাদেশের। এর মধ্যে তাওহীদ হৃদয়ের ওপর লিটন দাসের মেজাজ হারানো নিয়েও চলছে আলোচনা।

পাওয়ার প্লের শেষ ওভারে রান না নেওয়া নিয়ে হৃদয়ের ওপর মেজাজ হারান লিটন। পরের বলেই আউট হয়ে ড্রেসিংরুমে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। সেই ওভারের পঞ্চম বলে হাসান আলির বল আলতো করে খেলেই রানের জন্য ছুটেছিলেন লিটন, দুইবার কলেও সাড়া দেননি নন স্ট্রাইকিং প্রান্তে থাকা হৃদয়, ফিরিয়ে দেন লিটনকে। এতে মেজাজ হারান বাংলাদেশ অধিনায়ক। ফিরে গিয়ে তিনি হৃদয়কে কিছু একটা বলছিলেন।

মেজাজ হারানোর পরের বলেই বাজে শটে ক্যাচ তুলে বিদায় নেন লিটন। তাঁর পর হৃদয়-জাকের আলী অনিকরা একে একে বিদায় নিলে পথ হারায় বাংলাদেশ। তবে লিটনের মেজাজ হারানোর ব্যাপারটি নিয়ে ধারাভাষ্যকক্ষে আলোচনা করছিলেন রমিজ রাজা ও আমির সোহেল। রমিজ বলছিলেন, ‘লিটন তো রেগেমেগে আগুন।’ সোহেল জবাবে বলছিলেন, ‘এটা তো সিঙ্গেল হয় না। হৃদয় ঠিক কাজই করেছেন।’

ম্যাচ শেষে পুরস্কার বিতরণীর সময়ও লিটনের কাছে মেজাজ হারানো প্রসঙ্গে জানতে চান রমিজ, ‘আপনার আউট নিয়ে কি বলবেন, একটা সিঙ্গেল না নেওয়ায় উত্তেজিত হওয়ার পর পরই আউট হয়ে গেলেন?’

লিটন অবশ্য আউটের পেছনে কাউকে দায় দেননি। তবে সিঙ্গেল নিতে হৃদয়ের সাড়া না দেওয়াকে মৌলিক কাজের ব্যত্যয় বললেন, ‘আসলে তা নয় (মেজাজ হারানোয় আউট নয়)। এটা মৌলিক ব্যাপার। আপনাকে মৌলিক জিনিসগুলো তো করতে হবে। পরপর দুটি উইকেট পড়ল। আমরা দুটি রান নিইনি। দায় দিচ্ছি না, তবে মৌলিক বিষয়ে মনোযোগ দিতে হবে।’

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ