হোম > খেলা > ক্রিকেট

‘টেস্ট ক্রিকেটের টিকে থাকার জন্য বাংলাদেশের প্রয়োজন’

১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে রস টেলর। ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে বর্ণময় ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন টেলর। বিদায়ী ম্যাচের আগে আজ ক্রাইস্টচার্চে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সাবেক এই কিউই অধিনায়ক। তাঁর কথাবার্তার অনেকটা অংশজুড়ে থাকল বাংলাদেশ।

ক্যারিয়ারজুড়ে নিউজিল্যান্ডে বাংলাদেশকে খাবি খেতে দেখেছেন টেলর। তবে মাউন্ট মঙ্গানুইয়ে এক অন্য বাংলাদেশকে দেখেন। নিজেদের হার ছাপিয়ে টেস্ট ক্রিকেটের বৃহত্তর স্বার্থে এই বাংলাদেশকেই প্রয়োজন বলে মনে করেন ৩৭ বছর বয়সী টেলর। তাঁর মতে, ‘নিরপেক্ষভাবে দেখলে এটি (বাংলাদেশের জয়) বিশ্ব ক্রিকেটের জন্য ভালো। অবশ্যই হতাশ যে আমরা তেমন কোনো লড়াই করতে পারিনি। পুরো সময়টায় আমরা ওদের কাছে উড়ে গেছি। তবে আমার মনে হয়, টেস্ট ক্রিকেটের টিকে থাকার জন্য, বাংলাদেশের উঠে আসা প্রয়োজন।’ 

নিউজিল্যান্ড সফরের আগে সাম্প্রতিক সময়ে টেস্টে খুব বেশি সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্ট তো আড়াই দিনের ব্যবধানে হেরেছিল মুমিনুল হকের দল। মাউন্ট মঙ্গানুই টেস্ট সে হিসেবে অনন্য এক অর্জন হয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেটে।

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় বাংলাদেশের ক্রিকেটে অন্য এক মাত্রা যোগ করবে বলে মনে করেন ক্রিকেট বোদ্ধারা। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। টেলরও মানছেন সেটা, ‘এই জয় থেকে ওরা (বাংলাদেশ) অনেক আত্মবিশ্বাস পাবে। শুধু এই সফরের জন্য নয়, আগামী কয়েক বছর নিজেদের সব সফরের জন্যই আত্মবিশ্বাসী হবে ওরা।’ 

৩ ফিফটিতে ব্রিজবেনে অস্ট্রেলিয়ার দিন

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ