হোম > খেলা > ক্রিকেট

সূর্যকুমারের মতো খেলোয়াড় একবারই আসে, বললেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার

রাজকোটে গতকাল ভারত-শ্রীলঙ্কা তৃতীয় টি-টোয়েন্টিতে রীতিমতো ঝড় চালাচ্ছিলেন সূর্যকুমার যাদব। ভেঙেচুরে দিয়েছেন অনেক রেকর্ড। এমন বিধ্বংসী ব্যাটিং দেখে সূর্যকুমার যাদবকে ‘নতুন ইউনিভার্স বস’ উপাধি দিলেন দানিশ কানেরিয়া। পাকিস্তানের সাবেক লেগস্পিনারের মতে, সূর্যকুমারের মতো খেলোয়াড়েরা একবারই আসেন।

গতকাল তৃতীয় টি-টোয়েন্টিতে ৫১ বলে ৯ ছক্কা ও ৭ চারে ১১২ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন সূর্যকুমার। যা এই ভারতীয় ব্যাটারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সেঞ্চুরি। এই সেঞ্চুরি করতে খেলেছেন ৪৫ বল। প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০-এর কম বলে তিনটি সেঞ্চুরি করা ব্যাটার হলেন সূর্যকুমার। রোহিত শর্মার পর ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি করলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। যেখানে সর্বোচ্চ ৪টি সেঞ্চুরি করেছেন রোহিত। 

সূর্যকুমারের ব্যাটিং দেখে নিজের ইউটিউব চ্যানেলে মুগ্ধতা ছড়ালেন কানেরিয়া। পাকিস্তানের সাবেক এই লেগস্পিনার বলেন, ‘নতুন ইউনিভার্স বস সূর্যকুমার যাদব। এখন আমি শুধু বলব, সূর্যকুমারের মতো খেলোয়াড়েরা একবারই আসে। ৫১ বলে ১১২ রানের যে ইনিংস সে আজ খেলল, এমন ইনিংস কেউ খেলতে পারবে না।’ 

কানেরিয়া আরও বলেন, ‘আপনি এবিডি, ক্রিস গেইল—এদের কথা বলতে পারেন কিন্তু সূর্যের কাছে এই দুজন কিছুই না। সে এরই মধ্যে তাদের ছাড়িয়ে গেছে এবং টি-টোয়েন্টি ক্রিকেটকে অন্য লেভেলে নিয়ে গেছে।’ 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪৫ ম্যাচ খেলেছেন সূর্যকুমার। ৪৬.৪১ গড় এবং ১৮০.৩৪ গড়ে ১৫৭৮ রান করেছেন। তিনটি সেঞ্চুরির পাশাপাশি ১৩ ফিফটি করেন ভারতীয় এই ব্যাটার।

নোয়াখালীকে অপেশাদার বলছেন বিসিবি পরিচালক

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত

বিপিএলে থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট