হোম > খেলা > ক্রিকেট

সূর্যকুমারের মতো খেলোয়াড় একবারই আসে, বললেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার

রাজকোটে গতকাল ভারত-শ্রীলঙ্কা তৃতীয় টি-টোয়েন্টিতে রীতিমতো ঝড় চালাচ্ছিলেন সূর্যকুমার যাদব। ভেঙেচুরে দিয়েছেন অনেক রেকর্ড। এমন বিধ্বংসী ব্যাটিং দেখে সূর্যকুমার যাদবকে ‘নতুন ইউনিভার্স বস’ উপাধি দিলেন দানিশ কানেরিয়া। পাকিস্তানের সাবেক লেগস্পিনারের মতে, সূর্যকুমারের মতো খেলোয়াড়েরা একবারই আসেন।

গতকাল তৃতীয় টি-টোয়েন্টিতে ৫১ বলে ৯ ছক্কা ও ৭ চারে ১১২ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন সূর্যকুমার। যা এই ভারতীয় ব্যাটারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সেঞ্চুরি। এই সেঞ্চুরি করতে খেলেছেন ৪৫ বল। প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০-এর কম বলে তিনটি সেঞ্চুরি করা ব্যাটার হলেন সূর্যকুমার। রোহিত শর্মার পর ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি করলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। যেখানে সর্বোচ্চ ৪টি সেঞ্চুরি করেছেন রোহিত। 

সূর্যকুমারের ব্যাটিং দেখে নিজের ইউটিউব চ্যানেলে মুগ্ধতা ছড়ালেন কানেরিয়া। পাকিস্তানের সাবেক এই লেগস্পিনার বলেন, ‘নতুন ইউনিভার্স বস সূর্যকুমার যাদব। এখন আমি শুধু বলব, সূর্যকুমারের মতো খেলোয়াড়েরা একবারই আসে। ৫১ বলে ১১২ রানের যে ইনিংস সে আজ খেলল, এমন ইনিংস কেউ খেলতে পারবে না।’ 

কানেরিয়া আরও বলেন, ‘আপনি এবিডি, ক্রিস গেইল—এদের কথা বলতে পারেন কিন্তু সূর্যের কাছে এই দুজন কিছুই না। সে এরই মধ্যে তাদের ছাড়িয়ে গেছে এবং টি-টোয়েন্টি ক্রিকেটকে অন্য লেভেলে নিয়ে গেছে।’ 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪৫ ম্যাচ খেলেছেন সূর্যকুমার। ৪৬.৪১ গড় এবং ১৮০.৩৪ গড়ে ১৫৭৮ রান করেছেন। তিনটি সেঞ্চুরির পাশাপাশি ১৩ ফিফটি করেন ভারতীয় এই ব্যাটার।

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে

স্বস্তিতে নেই ভারতও, অপেক্ষায় বিসিবি

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’