হোম > খেলা > ক্রিকেট

ফিরেছেন স্টোকস, দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠাল ইংল্যান্ড

চোটে পড়ায় এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম তিন ম্যাচ খেলতে পারেননি বেন স্টোকস। ইংল্যান্ড তিন ম্যাচে জিতেছে একটি। অবশেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ চতুর্থ ম্যাচে দলে ফিরেছেন স্টোকস। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। 

ইংল্যান্ডের একাদশে এসেছে তিনটি পরিবর্তন। লিয়াম লিভিংস্টোনের জায়গায় এসেছেন স্টোকস। ক্রিস ওকস ও স্যাম কারানের পরিবর্তে এসেছেন ডেভিড উইলি ও গাস অ্যাটকিনসন। উইলি, স্টোকস দুই পেস বোলিং অলরাউন্ডারের সঙ্গে পেস আক্রমণে থাকছেন অ্যাটকিনসন, মার্ক উড ও রিস টপলি। 

অন্যদিকে অসুস্থ থাকায় দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা খেলছেন না। বাভুমার পরিবর্তে ইংল্যান্ডের বিপক্ষে প্রোটিয়াদের আজ নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। বাভুমার জায়গায় একাদশে এসেছেন রিজা হেনড্রিকস। এই একটিই পরিবর্তন প্রোটিয়াদের একাদশে। লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা—এই দুই পেসারের পাশাপাশি পেস বোলিং অলরাউন্ডার হিসেবে থাকছেন মার্কো ইয়ানসেন। বাঁহাতি স্পিনার কেশব মহারাজ তো আছেনই। তাঁর সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন এইডেন মার্করাম। 

দক্ষিণ আফ্রিকার একাদশ: 
এইডেন মার্করাম (অধিনায়ক), রিজা হেনড্রিকস, রাসি ফন ডার ডুসেন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, , লুঙ্গি এনগিদি, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, জেরাল্ড কোয়েটজি।  

ইংল্যান্ডের একাদশ:   
জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), জো রুট, জনি বেয়ারস্টো, ডেভিড উইলি, বেন স্টোকস, ডেভিড মালান, আদিল রশিদ, হ্যারি ব্রুক, মার্ক উড, গাস অ্যাটকিনসন, রিস টপলি

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজ সংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু

কোমায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার মার্টিন