হোম > খেলা > ক্রিকেট

রাতে পাকিস্তানে যাচ্ছেন লিটন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এশিয়া কাপ অভিযানে বাংলাদেশ দল শ্রীলঙ্কায় রওনা দেওয়ার আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হন লিটন দাস। দলের সঙ্গে আর এই ওপেনারের তখন শ্রীলঙ্কা যাওয়া হয়নি। জ্বর থেকে সেরে না ওঠায় পরে এশিয়া কাপ থেকেই ছিটকে যান তিনি। 

তবে এখন সুস্থ আছেন লিটন। গতকাল আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরও নিশ্চিত করেছে বাংলাদেশ। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে লিটনকে আবার স্কোয়াডে যোগ করার চেষ্টায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার আগে আজ রাতে পাকিস্তানের উদ্দেশে রওনা দিচ্ছেন এই ওপেনার। বিসিবির একটি সূত্র আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে। 

আজ রাত ৯টার ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশে রওনা হবেন লিটন। যদিও তাঁকে স্কোয়াডে যুক্ত করার জটিলতা আছে। কারণ, লিটনের জায়গায় এর মধ্যে বিকল্প ওপেনার হিসেবে এনামুল হক বিজয়কে এশিয়া কাপের দলের সঙ্গে যুক্ত করা হয়েছে। গতকাল আফগানিস্তানের বিপক্ষে বদলি ফিল্ডার হিসেবে ফিল্ডিংও করেছেন তিনি। 

এখন লিটনকে দলে যুক্ত করতে হলে স্কোয়াডের একজনের চোট দেখাতে হবে। সেই প্রক্রিয়া নিয়ে কাজ করছে বিসিবি। সুপার ফোরে বাংলাদেশের পরের ম্যাচ আগামী পরশু। লিটনকে তাই আগেভাগে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ