হোম > খেলা > ক্রিকেট

রশিদ-শাহিনদের টপকে মাসসেরা বাটলার

আইসিসির নভেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন জস বাটলার। আদিল রশিদ ও শাহিন শাহ আফ্রিদিকে টপকে এই পুরষ্কার জিতলেন বাটলার।

গত ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) পাকিস্তানকে হারিয়ে বাটলারের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। যা ইংলিশদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা। টুর্নামেন্টে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। ৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৬৯ গড় ও ১৫২.২০ স্ট্রাইক রেটে ২০৭ রান করেছিলেন ইংলিশ এই ব্যাটার। দুটো ফিফটিও করেছিলেন এই সংস্করণে। আর ২ ওয়ানডে খেলে ১৫ গড়ে করেছিলেন ৩০ রান। 

মাস সেরা নির্বাচিত হওয়ার পর বাটলার বলেন, ‘নভেম্বর সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার জন্য যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। ক্রিকেটে আমার সেরা মাস এটি। বিশ্বচ্যাম্পিয়ন হতে একঝাঁক ক্রিকেটারকে নেতৃত্ব দেওয়া আসলেই বিশেষ কিছু।’ 

আদিল রশিদ ও শাহিন শাহ আফ্রিদি-এই দুই বোলারও টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ খেলেছেন। দুজনেই খেলেছেন ৪টি করে ম্যাচ। ২২.৭৫ গড় এবং ৫.৬৯ ইকোনমিতে ৪ উইকেট নিয়েছিলেন রশিদ। আর শাহিন ৭.৩০ গড় এবং ৫.৫৪ গড়ে নিয়েছিলেন ১০ উইকেট।

ভালো কিছু আশা করি বিশ্বকাপে

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড