হোম > খেলা > ক্রিকেট

এটা মিরপুর নয় আবুধাবি, বুঝলেন নাসুম

সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে পাত্তায় পায়নি বাংলাদেশ। মাহমুদউল্লাহদের দেওয়া ১২৫ রানের লক্ষ্য ইংল্যান্ড পেরিয়ে গেছে ৩৫ বল আর ৮ উইকেট হাতে রেখে। বাংলাদেশের অসহায় আত্মসমর্থনের পর সংবাদ সম্মেলনে নাসুম আহমেদের সরল স্বীকারোক্তি, চেষ্টা করার পরও পারছেন না তাঁরা। 

ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে কম রানের পুঁজি নিয়েও জিতেছিল বাংলাদেশ। তবে আজ আবুধাবিতে ১২৫ রানের লক্ষ্য ইংল্যান্ড পেরিয়েছি অনায়াসে। অল্প রানের এই পুঁজি এই উইকেটে কাজেই দেয়নি। নাসুমও বললেন, ‘এই উইকেটটা দেশের মতো নয়। স্পিনাররা টার্ন পাচ্ছিল না। আমরা চেষ্টা করেছি যেন ভালো করা যায়। এই রানেই আমরা লড়াইয়ের চেষ্টা করেছি। তবে সেটা আমাদের দ্বারা হয়নি।’ 

আগে ব্যাট করে কম রানের এই সংগ্রহ নিয়েও জেতার পরিকল্পনায় ফিল্ডিংয়ে নেমেছিল বাংলাদেশ। এই প্রসঙ্গে নাসুম বলেছেন, ‘নামার আগে আমাদের লক্ষ্য ছিল এই রানেই যেন ইংল্যান্ডকে আটকাতে পারি। সেভাবেই বল করার চেষ্টা করেছি। বাইরে থেকে অনেক কিছু বোঝা যায়, কিন্তু ভেতরের ব্যাপারটা আলাদা।’ 


তবে এই ইংল্যান্ডকে বেশি রানের লক্ষ্য না দিতে পারার কারণ হিসেবে নাসুম মনে করছেন নিজেদের পাওয়ার প্লের দুর্বলতা। প্রথমে রান করতে না পারা এবং দ্রুত উইকেট হারানোই দল পিছিয়ে পড়ছে। আজও প্রথম ৬ ওভারে ২৭ রান তুলতেই বাংলাদেশ হারিয়েছে ৩ টপ অর্ডারকে। সংবাদ সম্মেলনে নাসুমও একই কথা বললেন, ‘প্রথম ৬ ওভারে আমরা রান করতে পারছি না বলে পিছিয়ে যাচ্ছি। রানও তুলতে পারছি না আবার উইকেটও পড়ে যাচ্ছে। তবে এসব নিয়ে আমাদের মধ্যে কথা হয়। সবাই চেষ্টা করছে ভালো কিছু করার, কিন্তু কিছুই সেভাবে হচ্ছে না।’

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ