হোম > খেলা > ক্রিকেট

নিয়ম ভাঙায় বিশ্বকাপের আম্পায়ারকে শাস্তি দিল আইসিসি

নিয়ম ভেঙে ক্রিকেটারদের শাস্তি পাওয়ার ঘটনা ক্রিকেটে অহরহই ঘটে। কিন্তু আইন ভেঙে শাস্তি পাচ্ছেন একজন আম্পায়ার; বেশ বিরল ঘটনাই বটে! এমন বিরল ঘটনার জন্ম দিয়েছেন ইংলিশ আম্পায়ার মাইকেল গফ। টি-টোয়েন্টি বিশ্বকাপের জৈব সুরক্ষা বলয় ভাঙার অপরাধে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। 

গত শুক্রবার অনুমতি ছাড়াই হোটেলের সুরক্ষা বলয় ভেঙে বাইরের মানুষের সঙ্গে দেখা করতে যান মাইকেল গফ। গত রোববার ভারত-নিউজিল্যান্ড ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব ছিল তার কাঁধে। কিন্তু বিষয়টি জানাজানি হলে সুরক্ষাবলয় ভাঙার অপরাধে সেই ম্যাচ থেকে গফকে অব্যাহতি দেয় আইসিসি, দায়িত্ব দেওয়া হয় দক্ষিণ আফ্রিকান আম্পায়ার মারাইস ইরাসমাসকে। ছিলেন ছয় দিনের কোয়ারেন্টিনে। 

গফের সুরক্ষা বলয় ভাঙার ঘটনায় তদন্ত কমিটিও গঠন করেছিল আইসিসির শৃঙ্খলা কমিটি। কমিটির প্রতিবেদন পাওয়ার পর গফকে বিশ্বকাপের বাকি ম্যাচ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানায় বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। 

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘আম্পায়ার মাইকেল গফকে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে আর দায়িত্ব দেওয়া হচ্ছে না। আইসিসি অনুধাবন করতে পেরেছে গত দুই বছর ধরে মাইকেল গফ জৈব নিরাপত্তা বলয়ে থেকে ক্লান্ত। আইসিসি বিশ্বকাপের অন্য আম্পায়ারদের সুস্বাস্থ্য কামনা করছে।’

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ