টি-টোয়েন্টি তখনো এই মর্ত্যে আসেনি। টেস্ট কিংবা ওয়ানডে নিয়ে তখনো এই উপমহাদেশের মানুষের আগ্রহের কমতি ছিল না। পাঁচ দিন ধরে টেস্ট হয়; খেলার মাঝেই চলে নাওয়া-খাওয়া!
নব্বইয়ের দশকের শেষ ভাগে এক যুগ আমেরিকায় কাটিয়ে দেশে ফিরে আমার এক প্রবাসী বন্ধু বলেছিলেন, ক্রিকেটে কখনোই আমেরিকানরা মজবে না। কেন? উত্তরে বলেছিলেন, তারা এতটাই কাজপাগল যে রান্নাবান্নায় সময় ব্যয় তাদের কাছে বিলাসিতা। পাউরুটি কেটে মাঝে মাংসের টুকরোর সঙ্গে চিজ, পেঁয়াজ, লেটুস, সস মিশিয়ে খেতে অভ্যস্ত; এতে অন্য কাজে বেশি সময় দিতে পারে তারা। বার্গার খাওয়ার জন্য আলাদা সময়ও ব্যয় করতে হয় না; কাজ করতে করতেও খাওয়া যায়!
সময় নিয়ে যারা এত সচেতন, তারা পাঁচ দিনের টেস্ট কিংবা সারা দিনের ওয়ানডে খেলবে কোন দুঃখে! কিন্তু মার্কিন মুলুকে চর্চা না হলে যে জাতে ওঠে না ক্রিকেট! বিশ্বায়নের তাগিদ থেকেই ক্রিকেট আরও ছোট হয়েছে, নেমে এসেছে টি-টোয়েন্টিতে। সবকিছু ঠিক থাকলে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে দেখা যাবে টি-টোয়েন্টি।
সেই টি-টোয়েন্টির সবচেয়ে বড় আয়োজন শুরু হতে যাচ্ছে আমেরিকায়; ডালাসে স্থানীয় সময় আজ সন্ধ্যা সাড়ে ৭টায় যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে। আইসিসির সূচিতে ম্যাচটির তারিখ ১ জুন লেখা থাকলেও শুরুর বাংলাদেশ সময় আগামীকাল সকাল সাড়ে ৬টায়। এই হিসাবে বলাই যায়, আগামীকাল পর্দা উঠছে ছোট ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টের। যে টুর্নামেন্টে বাংলাদেশ দলের সবচেয়ে বড় অর্জন সুপার এইট; ২০০৭ সালের সূচনা বিশ্বকাপে। এবার প্রথম গ্রুপ পর্বের বৈতরণি মাড়িয়ে সেই সুপার এইটে যেতে হলে ‘ডি’ গ্রুপের দুই শক্তিধর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা কিংবা শ্রীলঙ্কার এক দলকে পেছনে ফেলতে হবে শান্তদের!
ছোট ক্রিকেটের এই বড় আসরে সবচেয়ে সফল ওয়েস্ট ইন্ডিজ; শিরোপা জিতেছে দুবার। ঘরের মাঠে খেলার বাড়তি সুবিধাও এবার থাকবে তাদের। তবে ক্যারিবীয়দের নয়, ক্রিকেট পণ্ডিতেরা সম্ভাব্য চ্যাম্পিয়নদের অগ্রভাগে রাখছেন তিন দলকে—ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ব্যাটিং-বোলিংয়ের গভীরতা এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে খেলতে পারার কারণেই মূলত তাদের এগিয়ে রাখা।
তবে ২০ ওভারে ১০ উইকেট ব্যবহারের সুযোগ নিয়ে কোনো কোনো ম্যাচে ইউরোপীয় ডাচ, স্কটিশ কিংবা আইরিশরা, কিংবা কোনো ম্যাচে আফ্রিকান দেশ উগান্ডা উড়তে থাকা কোনো দলকে মাটিতে নামিয়ে আনলে অবাক হওয়ার কিছু থাকবে না! বরং সেটা হলেই টি-টোয়েন্টির রোমাঞ্চ নাড়া দেবে আমেরিকানদেরও।
বিশ্বকাপে শান্ত-সাকিবদের প্রথম ম্যাচ ডালাসে, ৮ জুন। তার আগেই আজ রাত সাড়ে ৮টায় নিউইয়র্কের ড্রপ-ইন পিচে ভারতের সঙ্গে অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।