হোম > খেলা > ক্রিকেট

ভারতের পাঠ্যবইয়ে বাবর আজমের ছবি 

পাকিস্তানের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় এরই মধ্যে নিজের নাম লিখিয়ে ফেলেছেন বাবর আজম। মাঠের পারফরম্যান্সে গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। এবার বাবর ভাইরাল হয়েছেন অন্য কারণে। ভারতের পাঠ্যবইয়ে দেখা গেছে পাকিস্তান অধিনায়কের ছবি।

বাবরের ছবি দেখা গেছে ক্লাস এইটের পাঠ্যবইয়ে। ইন্ডিয়ান সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (আইসিএসই) বইয়ের স্পোর্টস অধ্যায়ে তারকা ক্রিকেটারদের নিয়ে ‘এ’ ও ‘বি’ নামে দুটো কলাম করা হয়েছে। ‘এ’ কলামে শচীন টেন্ডুলকার, এবি ডি ভিলিয়ার্স, রোহিত শর্মা, ক্রিস গেইলদের মতো তারকা ক্রিকেটারদের নাম থাকলেও ছিল না বাবরের নাম। তবে ‘বি’ কলামে ছিলেন পাকিস্তান অধিনায়ক। ডাকনামের এই কলামে ‘ববি’ নামের ডান পাশেই ছিল বাবরের ছবি। পাকিস্তান অধিনায়কের ছবি দেখে শাহরিয়ার ইজাজ নামের একজন টুইট করেছেন, ‘ভারতে অষ্টম শ্রেণীর আইসিএসই বইয়ে বাবর আজমকে দেখা গেছে। এমনকি আমাদের প্রতিদ্বন্দ্বী দেশেও পাকিস্তানের নাম উজ্জ্বল করছেন বাবর আজম।’

গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বাবর। ৪৪ ম্যাচে ৫৪.১২ গড় ও ৮ সেঞ্চুরিতে করেছেন ২৫৯৮ রান। ওয়ানডেতে ৯ ম্যাচে ৮৪.৮৮ গড় ও ৩ সেঞ্চুরিতে করেছিলেন ৬৭৯ রান। ২০২২ সালে দুর্দান্ত পারফরম্যান্স করায় এ বছর বর্ষসেরা স্যার গারফিল্ড সবার্স ট্রফি ও আইসিসির ২০২২-এর বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার-আইসিসির এই দুই পুরস্কার জিতেছেন পাকিস্তান অধিনায়ক।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ