হোম > খেলা > ক্রিকেট

করোনার পর উইন্ডিজের পাকিস্তান-ধাক্কা

বিশ্বকাপ ও বাংলাদেশ সিরিজের ছন্দ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ধরে রাখল পাকিস্তান। করাচিতে ব্যাটে-বলে নৈপুণ্য দেখিয়ে পাকিস্তান জিতেছে ৬৩ রানে। মোহাম্মদ রিজওয়ান ও হায়দার আলীর ব্যাটে ৬ উইকেটে ২০০ রানের সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে পাকিস্তানে গিয়ে করোনার ধাক্কায় পড়া উইন্ডিজ ৬ বল আগে ১৩৭ রানেই থেমে যায়। এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল পাকিস্তান। 

লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে উইন্ডিজ। দলীয় ৭ রানে ব্রান্ডন কিংকে দিয়ে শুরু। এরপর ৬০ রানে যেতেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় অতিথিরা। উইন্ডিজের প্রথম পাঁচ ব্যাটারের চারজনই দুই অঙ্ক ছুঁতে পারেননি। শেষ দিকে ঝোড়ো ব্যাটিংয়ে ব্যবধান কমান রোমারিও শেফার্ড ও অডেন স্মিথ। ওয়েস্ট ইন্ডিজ থামে ১৩৭ রানে। পাকিস্তানের হয়ে ৪০ রান দিয়ে ৪ উইকেট নেন ওয়াসিম। 

টস জিতে আগে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুটা ভালোই করেছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওভারে কোনো রান করার আগে পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে ফিরিয়ে দেন আকেল হোসেইন। দলীয় ৩৫ রানে ফিরে যান ফখর জামানও (১০)। তবে এরপর স্বাগতিকদের আর বিপদে পড়তে দেননি রিজওয়ান ও হায়দার। ১০৫ রানের দারুণ এক জুটিতে দলকে এগিয়ে নেন তারা। 

দলীয় ১৪০ রানে রিজওয়ানকে ফিরিয়ে এ জুটি ভাঙেন রোমারিও শেফার্ড। ৫২ বলে ১০ চারে ৭৮ রান করেন এ ওপেনার। দ্রুত ফিরে যান আসিফ আলী (১) ও ইফতেখার আহমেদ (৭)। তবে মোহাম্মদ নওয়াজকে সঙ্গে নিয়ে পাকিস্তানকে রান পাহাড়ে তুলে দেন হায়দার। শেষ ওভারে ৩৯ বলে ৬৮ রান করে আউট হন হায়দার। তবে ১০ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন নাওয়াজ। 

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা