হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচের পেসার সামিউরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মারা গেছেন বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচের পেসার সামিউর রহমান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ব্রেন টিউমার ধরা পড়েছিল আগেই। ছিল স্মৃতিভ্রষ্টতাসহ আরও নানা ধরনের শারীরিক জটিলতা। হাসপাতালে আসা-যাওয়ার মাঝেই ছিলেন। তবে শেষ পর্যন্ত আর পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে পারেননি। আজ সকালে পৃথিবীর মায়া ছেড়ে বিদায় নিয়েছেন সাবেক এই পেসার। 

সামিউরের মৃত্যুশোক ছুঁয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটকেও। কক্সবাজারে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ম্যাচের আগে পালন করা হয় এক মিনিট নীরবতা। 

বাংলাদেশের হয়ে প্রথম দুটি ওয়ানডে ম্যাচে খেলেছেন সামিউর। তার আগে ১৯৮২ সালের আইসিসি ট্রফিতেও খেলেছেন তিনি। ১৯৮৬ সালের মার্চে শ্রীলঙ্কার মোরাতুয়ায় প্রথম ওয়ানডে ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৯৪ রান তাড়ায় নামা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে মিতব্যয়ী ছিলেন সামিউর (৭ ওভারে একটি মেডেনসহ ১৫ রান, ইকোনমি ২.১৪)। 

এরপর এপ্রিলে ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ ওয়ানডেটি খেলেছেন সামিউর। সেই দুই ম্যাচে ৩০ রান দিলেও কোনো উইকেট পাননি তিনি। তবে সেই দুই ম্যাচের পর ক্রিকেট থেকে হারিয়ে যাননি সামিউর। বিসিবির ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন। আম্পায়ারিংও করেছেন অনেক ম্যাচে। 

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ