হোম > খেলা > ক্রিকেট

সারা দিন একসঙ্গে কাটিয়েও অশ্বিনের অবসর নিয়ে জানতেন না জাদেজা

ভারতের দুই অলরাউন্ডার অশ্বিন ও জাদেজা। ছবি: সংগৃহীত

অন্য সবার মতো রবিচন্দ্রন অশ্বিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণায় অবাক হয়েছেন রবীন্দ্র জাদেজাও। এ দুই বোলিং অলরাউন্ডার ভারতকে অনেক ম্যাচে উদ্ধার করেছেন। দুজনের মধ্যে রয়েছে ভালো সম্পর্কও।। তার পরও অশ্বিনের বিদায়ের ব্যাপারে জাদেজা কিছুই জানতেন না!

গত বুধবার গ্যাবা টেস্ট ড্র হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন অশ্বিন। ভারতীয় অফ-স্পিনার বিদায় বলতে যাচ্ছেন, সেটি জাদেজা জানতে পারেন সংবাদ সম্মেলনের মিনিট পাঁচেক আগে। এ নিয়ে আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) প্রতিবেদকদের তিনি বলেন, ‘আমি একেবারে শেষ মুহূর্তে অবসরের (অশ্বিন) বিষয়ে জানতে পারি, সংবাদ সম্মেলনের পাঁচ মিনিট আগে। এটা অবাক করার মতো। আমরা সারা দিন একসঙ্গে কাটালাম এবং সে আমাকে একটু ইঙ্গিতও দেয়নি। আমি একেবারে শেষ মুহূর্তে জানতে পারি। আমরা সবাই জানতাম কীভাবে অশ্বিনের মন কাজ করে।’

জাদেজা আরও বলেন, ‘আমরা সবাই তাকে মিস করব। আমরা শুধু আশা করব যে, অশ্বিনের চেয়ে ভালো অলরাউন্ডার ও বোলার আমরা পাব। এটা এমন নয় যে, কেউ তার জায়গা নিতে পারবে। সবাইকে যেতে হবে, আপনাকে তার বিকল্প পেতে হবে।’ অশ্বিনকে তাঁর মাঠের পরামর্শক হিসেবেও উল্লেখ করেন জাদেজা।

ব্রিসবেন টেস্টে খেলা হয়নি অশ্বিনের। তবে জাদেজার ধীরস্থির ব্যাটিংয়ে এখানে সিরিজের তৃতীয় টেস্ট ড্র করে ভারত। অশ্বিন ও জাদেজা একসঙ্গে ৫৮ টেস্ট খেলে নিয়েছেন ৫৮৭ উইকেট।

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি