হোম > খেলা > ক্রিকেট

বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামে আইপিএল ফাইনাল, প্লে-অফ কলকাতায়

করোনা পরিস্থিতি মাথায় রেখে আপাতত একটিমাত্র রাজ্যে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। লিগ পর্বের ৭০টি ম্যাচ হবে মহারাষ্ট্রের দুই শহর মুম্বাইয়ের ওয়াংখেড়ে, ব্রাবোর্ন ও ডিওয়াই পাতিল এবং পুনের এমসিএ স্টেডিয়ামে।

তবে ভারতের অধিকাংশ মানুষ দুই ডোজ টিকা নেওয়ায় ও সংক্রমণ কমে আসায় প্লে-অফ ও ফাইনাল কলকাতা ও আহমেদাবাদে আয়োজন করতে চাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে শিগগিরই। 

কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনসের দর্শক ধারণ ক্ষমতা ৭০ হাজারের মতো। আর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম তো বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া ভেন্যু হিসেবে গিনেস বইয়েই জায়গা করে নিয়েছে। এর ধারণ ক্ষমতা ১ লাখ ৩২ হাজার। মূলত আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে বৃহৎ দুই স্টেডিয়ামে শেষ চার ম্যাচ আয়োজনে উন্মুখ সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন বোর্ড। 

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর হবে ইডেন গার্ডেনসে। আর দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। 

প্লে-অফ ম্যাচের আয়োজক হতে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনও বিসিসিআইয়ের কাছে আবেদন করেছিল। নবাগত লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এই রাজ্যেরই দল। তবে তাদের আবেদন আইপিএল গভর্নিং কাউন্সিল নাকচ করে দিয়েছে। 

সব ঠিক থাকলে ২০১৯ সালের পর ফের ইডেনে আইপিএলের ম্যাচ অনুষ্ঠিত হবে। করোনার প্রাদুর্ভাবে গত দুই বছর টুর্নামেন্টের বেশির ভাগ ম্যাচ হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত