মিরপুরে আজ ইতিহাস গড়েছে বাংলাদেশে নারী দল। প্রথমবারের মতো ওয়ানডেতে ভারতকে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ভারতের শেষ ব্যাটার বারেডি আনুশার রানআউট নিশ্চিত হওয়ার পর দেখার মতো উদ্যাপনও করল বাংলাদেশ দল।
তবে সিরিজের প্রথম ওয়ানডেতে ৪০ রানের জয় উদ্যাপনকে একটু থামিয়ে দিয়েছেন অধিনায়ক জ্যোতি। উদ্যাপনের কাজ যে এখনো শেষ হয়নি। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘অবশ্যই মেয়েরা অনেক বেশি রোমাঞ্চিত ছিল। তবে তাদের বলেছি, আমাদের আসলে কাজ এখনো শেষ হয়নি।’
উদ্যাপন থামিয়ে দেওয়ার ব্যাখ্যাও দিয়েছেন জ্যোতি। তিনি বলেছেন, ‘যখন আপনি ভালো করবেন তখন আপনার প্রতি দায়িত্বটা আরও বেশি থাকবে। যেমন আপনাদেরও একটা প্রত্যাশা তৈরি হয়েছে যেন আমরা সিরিজ জিতি, আমাদেরও একই। কারণ আমরা জানি আমরা ভালো ক্রিকেট খেললে একটা ধাপ আগে যাব যা আমাদের ক্রিকেটের জন্য অনেক বড় অর্জন হবে। তাই বলব ওদের থামিয়ে রেখেছি যে উল্লাসের এখনো অনেক কিছু বাকি আছে। সিরিজ জিততে পারলে দেখা যাবে আমরা আরও ভালো করে উদ্যাপন করব।
ভারতের বিপক্ষে জয়কে ইতিহাসের অংশ হিসেবে দেখছেন জ্যোতি। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আমরা যখনই যা করছি, সব ইতিহাসের অংশ হয়ে যাচ্ছে. . এটাও বলব। লম্বা সময়ের পর ভারতের বিপক্ষে জয়। বলব যে অনেক লম্বা সময় সঙ্গে মিরপুরের মাঠে জয়। আমি বলব অবশ্যই এটি ইতিহাসের অংশ। ইতিহাসের লেখাগুলো যেন আরেকটু বাড়াতে পারি সেটা আমাদের চেষ্টা থাকবে।’
মিরপুরে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৫৪ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১১৩ রানে গুটিয়ে যায় সফরকারীরা। প্রতিপক্ষকে এত কম রানে অলআউট করতে বোলিংয়ে নেতৃত্ব দিয়েছেন মারুফা আক্তার। ২৯ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলারের সঙ্গে ম্যাচসেরাও হয়েছেন এই পেসার। ভারতের হয়ে সর্বোচ্চ ২০ রান করেছেন দীপ্তি শর্মা। আর বাংলাদেশে হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেছেন জ্যোতি।