হোম > খেলা > ক্রিকেট

শেখ হাসিনা স্টেডিয়ামের নির্মাণব্যয় প্রায় ৭০০ কোটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার পূর্বাচলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিজস্ব অর্থায়নে হতে যাওয়া স্টেডিয়ামের নির্মাণ শুরু হবে করে পাঁচ-ছয় বছর কেটে গেছে। আজ বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব উল আনাম যেমন জানিয়েছেন, আগামী মাস থেকে স্টেডিয়ামের নির্মাণের কাজ পুরোপুরি শুরু হবে। 

নতুন করে সরকারের কাছে স্টেডিয়াম নির্মাণের কর মওকুফের আবেদনের কারণে নির্মাণকাজ শুরু হতে দেরি হচ্ছে। আগামী দুই বছরের মধ্যে প্রায় ৭০০ কোটি টাকায় স্টেডিয়ামটি নির্মাণ হবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে হতে যাওয়া স্টেডিয়ামে আগামী বছরের ক্রিকেট মৌসুমে ঘরোয়া ক্রিকেট খেলা আয়োজনেও আশাবাদী গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান, ‘আউটডোর ও অনুশীলন মাঠ হবে। এখন যদি উইকেট তৈরি করতে পারি, তাহলে আগামী বছরের ক্রিকেট মৌসুমে ক্রিকেট খেলা সম্ভব হবে। উইকেট আর আউটফিল্ড তৈরি হয়ে গেলে বাকি কাজগুলো খেলা চালিয়েও করা সম্ভব হবে।’ 

অত্যাধুনিক একাডেমি, জিম, সুইমিংপুল, ইনডোর, আউটডোর এবং অতিথি দলের ব্যাপারটি মাথায় রেখে হোটেলও করার পরিকল্পনা করেছে বিসিবি। বাংলাদেশের সবচেয়ে বড় স্টেডিয়াম নির্মাণে স্বাভাবিকভাবে খরচও বেশি হওয়ার কথা। নির্মাণব্যয় নিয়ে মাহবুব উল আনাম বলেছেন, ‘একটা স্টেডিয়াম করতে অনেক ধরনের কস্টিং থাকে, ভারতের মোতেরা (আহমেদাবাদে) স্টেডিয়াম নির্মাণে ভারতীয় রুপিতে ৭০০ বা ৮০০ কোটি খরচ হয়েছিল। ওটাকে যদি একটা মানদণ্ড ধরা হয়, সেটির তুলনায় কিছুটা কম হবে। সেটা ১ লাখ ১০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম। (শেখ হাসিনা স্টেডিয়ামের ব্যয়) ৫০০ কোটি কি না তা বলা কঠিন, এখানে শুধু মাঠ নয়, একাডেমি ভবন হচ্ছে, বিসিবির একটা নিজস্ব ভবন হচ্ছে।’ 

বিসিবির আরেক পরিচালক আজকের পত্রিকাকে জানিয়েছেন, শুরুতে নির্মাণ ব্যয় ৫০০-৬০০ কোটি টাকা ধরলেও বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ৭০০ কোটি পেরিয়ে যাবে।

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি