হোম > খেলা > ক্রিকেট

হাসান স্বীকার করছেন, বাংলাদেশের বোলাররা চাপে ভেঙে পড়েন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে এমনিতে চাপে থাকেন বোলাররা। বিশেষ করে ডেথ ওভারে। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে যেমন ইবাদত হোসেন ইনিংসের শেষ দিকে বোলিংয়ের ছন্দ ধরে রাখতে পারেননি। অথচ শুরুতে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছিলেন তিনিই। চাপের মুহূর্তে বোলারদের মানসিকভাবে ভেঙে পড়ার কথা মানছেন তরুণ পেসার হাসান মাহমুদও। 

শুরুতে এশিয়া কাপের দলে থাকলেও গোড়ালির চোটে ছিটকে যান হাসান। এখন পুনর্বাসন প্রক্রিয়া শেষে অপেক্ষায় আছেন ফেরার। ডাক পেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে। চোটে পড়লেও বিশ্বকাপ দলে থাকার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন এই তরুণ পেসার। আজ মিরপুরে সংবাদমাধ্যমে এই কথা জানিয়েছেন হাসান নিজেই। 

আত্মবিশ্বাসটা পেয়েছিলেন এশিয়া কাপের আগে জিম্বাবুয়ে সফর থেকে। লম্বা সময় পর জিম্বাবুয়ে সফর দিয়ে জাতীয় দলে ফিরেছিলেন। হাসান বলেন, ‘অবশ্যই সর্বশেষ জিম্বাবুয়েতে যে সিরিজটা খেলেছিলাম, আলহামদুলিল্লাহ ওটা থেকে খুবই আত্মবিশ্বাসী ছিলাম আমি। যেহেতু এখন বিশ্বকাপ দলে আছি, নিজের সেরাটাই দিতে চাই।’ 

চাপের মুহূর্তে বোলারদের ভেঙে পড়া নিয়ে হাসান বলেন, ‘যখন চাপের সময় আসে তখন হয়তো বা আমরা বেশি পেনিকড (আতঙ্কিত) হয়ে যাই। আমাদের যে আসলে দক্ষ, ওটা হয়তো ভুলে যাই। তো ওই জিনিসটা আসলে আমাদের নিয়মিত চালিয়ে নিতে হবে। যেকোনো পরিস্থিতিতে আমাদের ওই জিনিসটা কাজে লাগাতে হবে। এটা আমাদের শিখতে হবে।’

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী