হোম > খেলা > ক্রিকেট

ফিটনেসে হতাশ হয়ে অবসর, এখন সিক্স প্যাক অ্যাশেজ নায়কের

ওভালে চলছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অ্যাশেজের পঞ্চম ও টেস্ট। এই টেস্ট জিতলে ২২ বছর পর ইংল্যান্ডের মাঠে অ্যাশেজ জিতবে অজিরা। বিপরীতে সিরিজ হার এড়াতে ওভালে জিততেই হবে ইংলিশদের। তবে বৃষ্টির কারণে ওল্ড ট্রাফোর্ড টেস্ট ড্র হওয়ায় বেশ মন খারাপ ইংল্যান্ড সমর্থকদের। অ্যাশেজ যে ঘরে ফেরানো হচ্ছে না তাদের।

তবে অ্যাশেজের উত্তেজনার মাঝেই হঠাৎ সবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ক্রিস ট্রেমলেট। গত দশকের অ্যাশেজ নায়ক বলেই নয়, এখন ইংলিশ পেসারকে চিনতেই কষ্ট হবে সবার। রেসলারের মতোই যে শরীর বানিয়ে ফেলেছেন ৪১ বছর বয়সী তারকা। 

২০১১ সালে অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ অ্যাশেজ জিতেছে ইংল্যান্ড। সেই অ্যাশেজে ‘থ্রি লায়নদের’ জয়ের নায়ক ছিলেন ট্রেমলেট। ২০১৫ সালে অবসরের পর থেকে বডিবিল্ডিংয়ের দিকে মনোযোগ দিয়েছেন তিনি। আর নিজের জিমের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই দিয়ে থাকেন। সম্প্রতি তাঁর পোস্টকৃত এক ছবিতে রিঅ্যাক্ট করে একজন মজা করে লিখেছেন, ‘আমার মনে হয় (আমরা) আপনাকে শিগগিরই ডব্লুডব্লুইতে (ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট) দেখব।’

৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার ট্রেমলেটকে দেখে যে কেউ রেসলার হিসেবে ভুল করবেন। হাতের মাংসপেশি ও সিক্স প্যাক শরীর বানিয়ে ফেলেছেন তিনি। পেসার থেকে নিজেকে বডিবিল্ডার হিসেবে রূপান্তর করেছেন তিনি। অথচ তাঁকে অবসর নিতে হয়েছিল ফিটনেস নিয়ে হতাশ হয়ে। পিঠ ও কাঁধের চোট তাঁকে বেশি দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেয়নি। এসব থেকে মুক্তি পেতে ৩৩ জন বিশেষজ্ঞও দেখান তিনি।

ইনস্টাগ্রামে ট্রেমলেটের অনুসারীর সংখ্যা প্রায় ১৪ হাজার। ইংল্যান্ডের হয়ে ১২টি টেস্ট খেলে ৫৩ উইকেট নিয়েছেন তিনি। ১৫ ওয়ানডেতে নিয়েছেন ১৫ উইকেট। তবে এই পেসারকে ইংলিশ সমর্থকেরা মনে রেখেছেন চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজে বীরত্ব দেখানোর জন্য। গত বৃহস্পতির ওভাল টেস্টের প্রথম দিনের খেলা দেখতে মাঠেও আসেন ট্রেমলেট।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা