হোম > খেলা > ক্রিকেট

শাহিনসের বিপক্ষে ওয়ানডে সিরিজের নেতৃত্বে হৃদয়

পাকিস্তান শাহিনসের বিপক্ষে অনানুষ্ঠানিক ওয়ানডে সিরিজের জন্য আজ ১৪ দলের দল ঘোষণা করেছে বাংলাদেশ ‘এ’ দল। ইসলামাবাদে আগামীকাল বেলা ১১টায় শুরু হবে প্রথম ম্যাচ। পরের দুটি ম্যাচও হবে একই ভেন্যুতে, ২৮ ও ৩০ আগস্ট।

এর আগে ইসলামাবাদে শাহিনসের বিপক্ষে অনানুষ্ঠানিক চার দিনের দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ ‘এ’ দল। ২৩ আগস্ট শেষ হওয়া বৃষ্টিবিঘ্নিত সিরিজ দুটিতে কোনো ফল না আসায় ট্রফি ভাগাভাগি করে দুই দল। সেই টেস্ট সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে ছিলেন এনামুল হক বিজয়। তবে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন তাওহীদ হৃদয়।

চার দিনের টেস্টে খেলেননি স্পিনার রিশাদ হোসেন ও বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। দ্বিতীয় ও শেষ টেস্ট চলাকালীন ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেন তাঁরা। রিশাদ ও মেহেদীকে নিয়ে ওয়ানডে সিরিজের দল দিয়েছে বাংলাদেশ।

ওয়ানডে সিরিজের বাংলাদেশ ‘এ’ দল: তাওহীদ হৃদয় (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, হাসান মুরাদ, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ