হোম > খেলা > ক্রিকেট

সংখ্যায় সংখ্যায় রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের রেকর্ড গড়া জয়

বাংলাদেশ ২১ বছর আগের মুলতান দুঃখ ভুলল রাওয়ালপিন্ডিতে। ২০০৩ সালে পাকিস্তান সফরে স্বাগতিকদের বিপক্ষে বিতর্কিতভাবে ১ উইকেটে হেরেছিল বাংলাদেশ। সেই হারের পর কেঁদেছিলেন খালেদ মাহমুদ সুজনরা। পূর্বসূরিদের সেই দুঃখ আজ ভুলিয়ে দিলেন সাকিব আল হাসানরা। বাংলাদেশ প্রথম টেস্ট জয় পেয়েছে পাকিস্তানের বিপক্ষে। সেটিও তাদের মাটিতে, রেকর্ড ১০ উইকেটে। বাংলাদেশের এমন ঐতিহাসিক জয়ে গড়েছে অনেক রেকর্ডও। সেসব দেখে নেওয়া যাক সংখ্যায় সংখ্যায়—


প্রতিপক্ষ ইনিংস ঘোষণার পর এবারই প্রথম টেস্ট জিতল বাংলাদেশ। আর ইনিংস ঘোষণার পরও এ নিয়ে চতুর্থবার হারল পাকিস্তান। 


এ নিয়ে টেস্ট খেলুড়ে ৯ দলের বিপক্ষে তিন সংস্করণেই জিতল বাংলাদেশ। এই কীর্তি এখনো গড়া হয়নি শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। 

১০
পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের জয়ের ব্যবধান। টেস্টে এটিই সর্বোচ্চ উইকেট ব্যবধানে জয় বাংলাদেশের। 

১৪
পাকিস্তানের বিপক্ষে ১৪তম টেস্টে এসে প্রথম জয় পেল বাংলাদেশ। প্রথম জয় পেতে বাংলাদেশের এরচেয়ে বেশি অপেক্ষা করতে হয়েছে শুধু নিউজিল্যান্ড (১৬) ও শ্রীলঙ্কার (১৮) বিপক্ষে। 

২৩
বাংলাদেশ ২০০১ সালে প্রথম টেস্ট খেলেছিল পাকিস্তানের বিপক্ষে, মুলতানে। আর প্রতিপক্ষের বিপক্ষে প্রথম জয় পেল ২৩ বছর পর, রাওয়ালপিন্ডিতে। 

৭০৭
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের উইকেটসংখ্যা। বাঁহাতি স্পিনারদের মধ্যে নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরিকে (৭০৫) ছাড়িয়ে এখন তিনিই ক্রিকেট ইতিহাসের বেশি উইকেটশিকারি। 

৫৬৫
প্রথম ইনিংসে বাংলাদেশের রান। এটিই এখন প্রথম ইনিংসে সর্বোচ্চ রান করে জয় বাংলাদেশের। 

বিদেশের মাঠে বাংলাদেশের টেস্ট জয়
প্রতিপক্ষ           ভেন্যু                  জয়ের ব্যবধান      সাল
পাকিস্তান           রাওয়ালপিন্ডি          উইকেট           ২০২৪
নিউজিল্যান্ড      মাউন্ট মঙ্গানুই        ৮ উইকেট        ২০২২
জিম্বাবুয়ে           হারারে                    ২২০ রান          ২০২১
শ্রীলঙ্কা              কলম্বো                    ৪ উইকেট        ২০১৭
জিম্বাবুয়ে           হারারে                    ১৪৩ রান           ২০১৩
ও. ইন্ডিজ          কিংসটাউন              ৯৫ রান            ২০০৯
ও. ইন্ডিজ           গ্রানাডা                   ৪ উইকেট         ২০০৯

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি