হোম > খেলা > ক্রিকেট

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের স্পিন বোলিং কোচ হচ্ছেন যিনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের স্পিন বোলিং কোচ সোহেল ইসলাম। ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে থাকছেন না পাকিস্তানি কিংবদন্তি লেগস্পিনার মুশতাক আহমেদ। মুশতাকের শূন্যস্থান পূরণে বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে থাকছেন সোহেল ইসলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস আজকের পত্রিকাকে আজ নিশ্চিত করেছেন।

কোচ হিসেবে সোহেল একেবারে অনভিজ্ঞ নন। কদিন আগে বাংলাদেশ টাইগার্সের কোচ হিসেবে কাজ করেছেন তিনি। বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগেও কোচিং করিয়েছেন। এর আগে বাংলাদেশ দলে বিভিন্ন সময়ে আপৎকালীন স্পিন বিভাগ সামলেছেন সোহেল।

বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ২০ এপ্রিল। প্রথম ম্যাচ হবে সিলেটে। দ্বিতীয় টেস্টের জন্য ভেন্যু বদলাতে হবে দুই দলকে। ২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ বিকেলে ঢাকায় আসার কথা জিম্বাবুয়ে দলের। সিরিজ সামনে রেখে এরই মধ্যে বাংলাদেশ দলের সিলেটে প্রস্তুতি ক্যাম্প শুরু হয়ে গেছে।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে কদিন আগে দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। সিনিয়র সহকারী কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ সালাহ উদ্দিন। ঘরোয়া ক্রিকেটে অন্যতম সফল কোচ এই সালাহ উদ্দিন। আর সিমন্সের চুক্তি প্রথমে চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত থাকলেও সেটা বাড়িয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত করা হয়েছে।

মুশতাককে গত বছরের এপ্রিলে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। পাকিস্তানি কিংবদন্তির সঙ্গে ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল। পরবর্তীতে তাঁর চুক্তির মেয়াদ আরও বাড়ানো হয়।

কোচের মৃত্যুতে মন কাঁদছে সাকিব-তাসকিনদের

মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ, শোকাচ্ছন্ন বিপিএল

হার্ট অ্যাটাক করে হাসপাতালে ঢাকার কোচ

অস্ট্রেলিয়ায় ১৫ বছরের অপেক্ষা ফুরাল ইংল্যান্ডের

শান্ত হতে পারলেন না রিকেলটন

নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা

ম্যাচ হেরে শিশিরকে দুষছেন মিরাজ