মিরপুর টেস্টে তৃতীয় দিনের প্রথম সেশন ভালোভাবে কাটিয়েছে আয়ারল্যান্ড। গতকাল দ্বিতীয় দিন ৪ উইকেটে ২৭ রান করেছিল তারা। আজ তৃতীয় দিন প্রথম সেশন শেষে আইরিশদের সংগ্রহ ৫ উইকেটে ৯৩ রান। দিনের শুরু থেকেই রান তোলার চেয়ে উইকেটে থিতু হয়ে থাকার দিকে নজর সফরকারী ব্যাটারদের।
প্রথম ১৫তম ওভার পর্যন্ত উইকেটই শিকার করতে পারেননি বাংলাদেশের বোলাররা। দিনের ১৬ তম ওভারে শরিফুল ইসলাম ড্রেসিংরুমে ফেরান পিটার মুরকে। তাতে হ্যারি টেক্টর ও মুরের প্রাথমিক প্রতিরোধ ভাঙে স্বাগতিকেরা। আয়ারল্যান্ডের হয়ে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭৮ বলে ১৬ রান করেন মুর।
ষষ্ঠ উইকেটে প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের দুই সেরা ব্যাটার টেক্টর ও লরকান টাকার আবারও প্রতিরোধ গড়ে তোলেন। নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছেন প্রথম সেশনের বাকি সময়টা। প্রথম ইনিংসে ফিফটি করা টেক্টর ১৩২ বলে ৪৩ রানে অপরাজিত আছেন এবং ৪৩ বলে ২৪ রানে ব্যাটিং করছেন টাকার। বাংলাদেশের চেয়ে এখনো ৬২ রানে পিছিয়ে আয়ারল্যান্ড।