হোম > খেলা > ক্রিকেট

জানা গেল বাংলাদেশ এইচপি-পাকিস্তান শাহিনসের সূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বয়সভিত্তিক ক্রিকেট পার করে আসা খেলোয়াড়দের পরিচর্যা এবং জাতীয় দলের জন্য তৈরি করতে কয়েক সপ্তাহ ধরে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের ক্যাম্প। আগামী সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাবে তারা। সেখানে লাল বল ও সাদা বলের দুই সংস্করণের ম্যাচ খেলবে বাংলাদেশ এইচপি। 

বিগ ব্যাশের-সহ স্থানীয় সাতটি দল, বাংলাদেশ এইচপি ও পাকিস্তান শাহিনকে নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি আগেই জানা গিয়েছিল। এবার জানা গেল ডারউইনে পাকিস্তান শাহিনের বিপক্ষে চার দিনের দুটি ম্যাচ ও তিন দলের ওয়ানডে সিরিজের সূচি। 

বিসিবি সূত্রে জানা গেছে, আগামী ১৩ জুলাই দুপুরে ২৩ সদস্যের দল নিয়ে অস্ট্রেলিয়ার উড়ানে চড়বে এইচপি দল। অস্ট্রেলিয়ায় পৌঁছে একদিন বিশ্রামে থাকবেন তাঁরা। ১৬ জুলাই আশিকুর রহমান শিবলি-রহনতদ্দৌলা বর্ষণেরা প্রথম দিনের অনুশীলন সেশন চলবে রাতে ফ্লাডলাইটের আলোয়। পরের দুই দিন অনুশীলন করবেন দিনের আলোয়। 

১৯ জুলাই ডারউইন শুরু হবে বাংলাদেশ এইচপি ও পাকিস্তান ‘এ’ দল তথা পাকিস্তান শাহিনসের ৪ দিনের প্রথম ম্যাচ। ২৬ থেকে ২৯ জুলাই পর্যন্ত চলবে লাল বলের দ্বিতীয় ম্যাচ। চার দিনের সিরিজ শেষে দুই দিন বিশ্রাম পাবে এইচপি দল। 

তারপর শুরু হবে পাকিস্তান শাহিনস, নর্দান টেরিটোরি ও বাংলাদেশ এইচপির মধ্যে ওয়ানডে সিরিজ। ১ আগস্ট প্রথম ম্যাচে নর্দান টেরিটোরির বিপক্ষে খেলবে এইচপি। ৪ আগস্ট পরের ম্যাচ নর্দান টেরিটোরি খেলবে পাকিস্তান শাহিনসের বিপক্ষে। ৬ আগস্ট শেষ ম্যাচে দেখা হবে পাকিস্তান শাহিনস ও বাংলাদেশ এইচপির। 

৯টি দল নিয়ে ৯ থেকে ১৮ আগস্ট পর্যন্ত চলবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সেমিফাইনাল, ফাইনালের আগ পর্যন্ত ২০ ওভারের ৬টি ম্যাচ খেলবে এইচপি। টুর্নামেন্টের ৯টি দল হলো—পাকিস্তান শাহিনস, বাংলাদেশ এইচপি, নর্দান টেরিটোরি, পার্থ স্করচার্স, মেলবোর্ন রেনেগার্ডস, মেলবোর্ন স্টার্স, তাসমানিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স ও এসিটি কোমেটস।

৩৫ দিনের সফর শেষে ১৯ আগস্ট দেশের উদ্দেশ্যে ফ্লাইটে চড়বে বাংলাদেশ এইচপি। প্রধান কোচ ছাড়াই ইতিমধ্যে চলছে তাদের ক্যাম্প। বোলিং কোচ কোলি কলিমোরের অধীনে এই সফরে যাবে তারা। এই উইন্ডিজ কোচকে দেখা যাবে প্রধান কোচের ভূমিকায়।

চোটের কাছে হার মেনে ক্রিকেট ছাড়লেন ব্রেসওয়েল

বিপিএলের সিলেট-পর্ব দেখেই বিশ্বকাপের দল দেবে বিসিবি

রেকর্ড গড়ে ১০ হাজারি ক্লাবে স্মৃতি মান্ধানা

১৩ দিনেই শেষ ৪ টেস্ট, অস্ট্রেলিয়ার ক্ষতি ২০৫ কোটি

বিপিএল খেলেই পাকিস্তানে পরিচিত পেয়েছেন নাফি

শান্ত এবার ‘জবাব’ দিচ্ছে, বলছেন রাজশাহীর কোচ

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরীফুল, এখন কী অবস্থা

‘মোস্তাফিজ খুবই আন্ডাররেটেড’

বিদেশের লিগে বাংলাদেশের আরও ক্রিকেটার চান মোস্তাফিজ

চমক দেখিয়ে শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা পাকিস্তানের