হোম > খেলা > ক্রিকেট

যে রেকর্ডে কোহলির চেয়ে অনেক এগিয়ে বাবর 

বিরাট কোহলির সঙ্গে যেন রেকর্ড ভাঙা গড়ার খেলায় মেতেছেন বাবর আজম। কোনো না কোনো রেকর্ডে প্রায়ই কোহলিকে ছাড়িয়ে যাচ্ছেন বাবর। এবার এক রেকর্ডে ভারতীয় এই ব্যাটারের চেয়ে বেশ এগিয়ে গেছেন বাবর।

করাচিতে গতকাল পঞ্চম ওয়ানডেতে মুখোমুখি হয় পাকিস্তান-নিউজিল্যান্ড। এই ম্যাচ ছিল বাবরের ১০০ তম ওয়ানডে। এই ম্যাচে ৫ বলে ১ রান করেন পাকিস্তান অধিনায়ক। ১০০ ওয়ানডে শেষে পাকিস্তানি এই ব্যাটারের রান ৫০৮৯, যা এই সংস্করণে ম্যাচের ‘সেঞ্চুরি’ পূর্ণ করা ব্যাটারদের মধ্যে শীর্ষে। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন হাশিম আমলা ও শিখর ধাওয়ান। ১০০ ওয়ানডে শেষে আমলা ও ধাওয়ান করেন ৪৮০৮ রান ও ৪৩০৯ রান। এই তালিকায় ৯ নম্বরে কোহলি। ওয়ানডেতে ১০০ ম্যাচ শেষে ভারতীয় এই ব্যাটারের রান ছিল ৪১০৭।

এর আগে করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে সেঞ্চুরি করেন বাবর। ১১৭ বলে ১০৭ রান করেন, যা তাঁর ওয়ানডে ক্যারিয়ারের ১৮ তম সেঞ্চুরি। এই ইনিংস খেলার পথে ওয়ানডেতে দ্রুততম ৫০০০ রানের রেকর্ড নিজের করে নেন। ৯৭ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন পাকিস্তান অধিনায়ক।

প্রথম ১০০ ওয়ানডেতে সর্বোচ্চ রান করা ব্যাটার:
বাবর আজম (পাকিস্তান) : ৫০৮৯ রান
হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা) : ৪৮০৮ রান
শিখর ধাওয়ান (ভারত) : ৪৩০৯ রান
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) : ৪২১৭ রান
শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ) : ৪১৯৩ রান
গর্ডন গ্রিনিজ (ওয়েস্ট ইন্ডিজ) : ৪১৭৭ রান
জো রুট (ইংল্যান্ড) : ৪১৬৪ রান
ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ) : ৪১৪৬ রান
বিরাট কোহলি (ভারত) : ৪১০৭ রান

বিসিবি-সরকার যা বলবে, খেলোয়াড় হিসেবে সেটাই করা উচিত—বিশ্বকাপ ইস্যু নিয়ে মেহেদী

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

মিরাজ মানসিকভাবে শান্তিতে ছিল না, বলছেন সিলেটের কোচ

বাংলাদেশ ম্যাচের আড়াই বছর পর হ্যাটট্রিকের দেখা পেল আফগানিস্তান

‘ক্রিকেট অঙ্গনে সব সময় থাকে জুয়া, ক্রিকেট থেকে আড়ালে চলে যেতে চাই’

বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ!

বিশ্বকাপ ইস্যুতে লিটনদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা

ফাইনালে চট্টগ্রামকে পেল রাজশাহী

বিশ্বকাপ-ইস্যুতে রাতেই ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসছে বিসিবি

রিশাদের লক্ষ্য এখন ‘ফাইনাল’