পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের চার দিনের দ্বিতীয় ম্যাচের প্রথম দিনটি খেয়ে ফেলেছিল বৃষ্টি। দ্বিতীয় দিনও ভেসে যায় বৃষ্টিতে। আজ তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে অবশ্য দারুণ করেছে বাংলাদেশ। সাইফ হাসান ও জাকের আলীর সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৪৬ রান তুলেছে সফরকারীরা।
ইসলামাবাদের এই ম্যাচে ১৬৫ বলে ১১১ রান করে সাইফ আউট হয়ে গেলেও ১৩৬ রানে অপরাজিত আছেন জাকের। তাঁর ২৪৪ বলের ইনিংসটিতে আছে ১৪টি চার ও ৪টি ছয়। সাইফের ইনিংসটি ১৩ চার ও ৪টি ছয়ে সাজানো। তার আগে দ্বিতীয় উইকেট হিসেবে ৯ রান করে যখন ফেরেন ওপেনার মোহাম্মদ নাঈম, তখন বাংলাদেশ যুব দলের রান মোটে ১৯। অধিনায়ক-ওপেনার এনামুল হক বিজয়ের ব্যাট থেকে আসে ৭ রান।
এরপর সাইফ ও পরে জাকেরের সেঞ্চুরি অবশ্য আর পেছন ফিরে তাকাতে হয়নি বাংলাদেশে। সাত নম্বরে ব্যাটিংয়ে আসা মাহিদুল ইসলাম অঙ্কন করেন ৩৯ রান। বল হাতে গুলাম মুদাসসর ও মেহরান মুমতাজ নিয়েছেন ২টি করে উইকেট।
এদিকে পাকিস্তানে সফররত ‘এ’ দলের সঙ্গে যোগ দিতে আজ বাংলাদেশ ছেড়েছেন স্পিনার রিশাদ হোসেন ও বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।