ঢাকা: স্থগিত আইপিএল আয়োজন করতে আপ্রাণ চেষ্টা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অবশেষে বিসিসিআইয়ের এই প্রচেষ্টা সফল হওয়ার পথে। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে আরব আমিরাতে হতে যাচ্ছে আইপিএলের বাকি ম্যাচগুলো। কারণ হিসেবে বিসিসিআই দেখিয়েছে সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের বর্ষা মৌসুমকে।
আজ আইপিএলের বাকি ম্যাচগুলো শুরু করার সিদ্ধান্ত নিতে ভার্চুয়াল সভা করে বিসিসিআই। সভা শেষে বিসিসিআই জানিয়েছে, ‘সেপ্টেম্বর-অক্টোবর ভারতের বর্ষা মৌসুম। ওই সময় ভারতে আইপিএল হওয়া অসম্ভব। আরব আমিরাতে তাই বাকি ম্যাচগুলো শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
কদিন আগে বিসিসিআইয়ের অভ্যন্তরীণ সভায় ১৮ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবরের মধ্যে আইপিএলের বাকি ৩১ ম্যাচ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
করোনায় ৪ মে স্থগিত হয়েছিল আইপিএল। এরপর বাকি আইপিএল আয়োজনের জন্য ফাঁকা সূচি খুঁজতে অনেক বেগ পেতে হয়েছে বিসিসিআইকে। ৪ আগস্ট শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। এরপর ২৮ আগস্ট থেকে আবার সিপিএলের নবম মৌসুম শুরু। শেষ হবে ১৯ সেপ্টেম্বর। এ কারণে ওয়েস্ট ইন্ডিজের অনেক খেলোয়াড়কে আইপিএলে পাওয়া যাবে না। এসব ব্যস্ত সূচি বিবেচনা করে আইপিএলের নতুন সূচি ঠিক করেছে বিসিসিআই।