হোম > খেলা > ক্রিকেট

রেকর্ড গড়া সেঞ্চুরি কনওয়ের

বড় ইনিংসের আভাসটা যেন শুরুতেই দিয়েছিলেন ডেভন কনওয়ে। ইংল্যান্ডের দেওয়া ২৮৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ক্রিস ওকসের প্রথম বলেই চার মারেন তিনি। সেই শুরু এরপর ইংল্যান্ডের বোলারদের ওপর তাণ্ডব চালাতে থাকেন বাঁহাতি ব্যাটার। 

আহমেদাবাদে আজ কনওয়ের তাণ্ডব থামাতে পারেননি ইংল্যান্ডের কোনো বোলার। শুরু থেকে ম্যাচের শেষ পর্যন্ত ওকস–মার্ক উডদের ওপর ব্যাটিং রাজ করেছেন ৩২ বছর বয়সী ব্যাটার। এবারের বিশ্বকাপে প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেছেন তিনি। ৮৩ বলে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। সেঞ্চুরি করেই থামেননি কনওয়ে। ক্যারিয়ারে প্রথম দেড় শ রানের ইনিংসও খেলেছেন তিনি। সে

ম্যাচ শেষে ১২১ বলে ১৫২ রানে অপরাজিত থাকেন কনওয়ে। ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির ইনিংসটি সাজান ১৯ চার ও ৩ ছক্কায়। ইনিংসটি খেলার পথে দলের হয়ে রেকর্ডও গড়েছেন। দ্রুততম ১ হাজার রানের রেকর্ড গড়েছেন। ২২ ইনিংসে এই রেকর্ড গড়েছেন বাঁহাতি ব্যাটার। ২৪ ইনিংসে আগের রেকর্ডটি ছিল গ্লেন টার্নারের। প্রথম বিশ্বকাপ খেলতে নেমে নিউজিল্যান্ডকে দুর্দান্ত এক জয় এনে দিয়েছেন তিনি। তাঁর দুর্দান্ত ইনিংসে ভর করে হেসেখেলে জিতেছে কিউইরা। ৮২ বল হাতে রেখে ৯ উইকেটের জয় পেয়েছে নিউজিল্যান্ড। 

কিউইদের জয়ে অবশ্য কনওয়ের একার অবদান ছিল না। শুরুতে ওপেনিং সঙ্গী উইল ইয়ং ‘গোল্ডেন ডাক’ মারলে তাঁকে দুর্দান্ত সঙ্গ দেন তিনে নামা রাচিন রবীন্দ্র। তাঁর মতোই প্রথম বিশ্বকাপ খেলতে নামা রবীন্দ্র ভয়ডরহীন ব্যাটিং করেছেন। কনওয়ের চেয়েও বেশি আক্রমণাত্মক ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নিয়েছেন। 

বিশ্বকাপের তো অবশ্যই এটি ওয়ানডে ক্যারিয়ারেরই প্রথম সেঞ্চুরি রবীন্দ্রর। ২৩ বছর বয়সী ব্যাটারের অপরাজিত ইনিংসটি ১২৩ রানের। ৯৬ বলের ইনিংসটি ১১ চারের বিপরীতে ৫ ছক্কায় সাজিয়েছেন। নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপে সর্বকনিষ্ঠ অভিষেক সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। সব মিলিয়ে তৃতীয়। দুর্দান্ত ইনিংসটির জন্য ম্যাচসেরাও হয়েছেন রবীন্দ্র। কনওয়ের সঙ্গে ২৭৩ রানের অনবদ্য জুটি গড়েছেন তিনি। তাঁদের এই জুটিতে যেন সর্বশেষ বিশ্বকাপের ফাইনালের প্রতিশোধ নিল কিউইরা।

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল

বিপিএলে আমিরের কাছে ইবাদতের চাওয়া অনেক বেশি

পজিশন নয়, বিপিএলে অঙ্কনের ভাবনায় পারফরম্যান্স

এক ওভারে ৫ উইকেট নিয়ে ইন্দোনেশিয়ার ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

দক্ষিণাঞ্চলকে হারিয়ে অলিখিত ফাইনালের অপেক্ষায় মধ্যাঞ্চল

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

ফাইনালে পাকিস্তানের কাছে বিধ্বস্ত ভারতকে নিয়ে বোর্ডের ‘তদন্ত’

অ্যাশেজ শেষ প্যাট কামিন্সের, বিশ্বকাপে খেলতে পারবেন তো