হোম > খেলা > ক্রিকেট

১৬ কোটির আইপিএল নয়, স্টোকসের কাছে জাতীয় দল আগে

অ্যাশেজ শুরু হতে এখনো বাকি এক মাস। বেন স্টোকসের ভাবনায় যেন সেই অ্যাশেজ। ঘরের মাঠে অ্যাশেজ খেলতে আইপিএল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন স্টোকস।

এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন স্টোকস। ক্রিকইনফো জানিয়েছে, চেন্নাইয়ের গ্রুপ পর্বের ম্যাচ শেষে যুক্তরাজ্যে ফিরবেন ইংলিশ এই অলরাউন্ডার। ২০ মে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে চেন্নাই। অ্যাশেজের আগে ১ জুন লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে ইংল্যান্ড। অ্যাশেজের আগে এই টেস্টকে পাখির চোখ করে রেখেছিলেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার। আর ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কও তিনি।

চোটে জর্জর মৌসুম এবারের আইপিএলে কাটিয়েছেন স্টোকস। চেন্নাইয়ের জার্সিতে দেখা গেছে দুই ম্যাচে। ১০৭.১৪ স্ট্রাইক রেটে করেছেন ১৫ রান আর এক ওভার বোলিং করে ১৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। গত ২২ এপ্রিল চেন্নাইয়ের প্রধান কোচ জানিয়েছিলেন, চোটে পড়ে স্টোকস এক সপ্তাহের জন্য ছিটকে গেছেন। চোট কাটিয়ে সেরে উঠলেও তাঁকে দেখা যায়নি চেন্নাইয়ের একাদশে। গত ডিসেম্বরে আইপিএল নিলামে ভারতীয় ১৬ কোটি ২৫ লাখ রূপিতে ইংলিশ এই অলরাউন্ডারকে কিনেছিল চেন্নাই।

এজবাস্টনে ১৬ জুন শুরু হবে অ্যাশেজ। এরপর লর্ডসে ২৮ জুন হবে দ্বিতীয় টেস্ট। ৬ ও ১৯ জুলাই হবে তৃতীয় ও চতুর্থ টেস্ট। এই দুই টেস্টের ভেন্যু লিডস ও ম্যানচেস্টার। আর লন্ডনের ওভালে ২৭ জুলাই হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট।

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু