হোম > খেলা > ক্রিকেট

নিষ্ফল সিরিজে ট্রফি ভাগাভাগি ‘এ’ দলের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লাহোরের পর ইসলামাবাদেও পাকিস্তান শাহিনসের বিপক্ষে দ্বিতীয় অনানুষ্ঠানিক চার দিনের ম্যাচ ড্রয়ে শেষ করেছে বাংলাদেশ ‘এ’ দল। বৈরী আবহাওয়া দুটি ম্যাচেই বিঘ্ন ঘটালেও শেষ পর্যন্ত স্বাগতিক শাহিনস ও বাংলাদেশ ‘এ’ দলের মধ্যকার দুই ম্যাচের চার দিনের সিরিজ ড্র হল। ইসলামবাদে দ্বিতীয় চার দিনের ম্যাচের প্রথম ইনিংসে জাকের আলী অনিক ও সাইফ হাসানের জোড়া শতকের পরই বোঝা গিয়েছিল ম্যাচের ফলাফল কোন দিকে যাচ্ছে। 

আজ চতুর্থ ও শেষ দিনে আলী জারায়াবের সেঞ্চুরি ও শাহরুন সিরাজের অপরাজিত ফিফটিতে ৪ উইকেটে ২৮১ রান তুলে পাকিস্তান ‘এ’ দলের। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪০৪ রান করে ইনিংস ঘোষণা করে আজ। পাকিস্তানের পক্ষে স্পিনার আবরার আহমেদ ১০৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। বাংলাদেশের হয়ে দুই পেসার তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ ১টি করে উইকেট পান। ২৮৬ বলে ১৭২ রানের এক দারুণ ইনিংস খেলে দ্বিতীয় চার দিনের ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন জাকের আলী। 

ম্যাচ শেষে বাংলাদেশ ‘এ’ ও শাহিনসের দল নেতা সিরিজ ড্রয়ের ট্রফি তুলে ধরেন। পরে উভয় দলের ক্রিকেটাররা ফটোসেশনে অংশ নেন। এবার সাদা বলে আগামী ২৬,২৮ ও ৩০ আগস্ট এই ইসলামাবাদে শাহিনসের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন এনামুল হক বিজয়রা। ইতিমধ্যে ওয়ানডে ম্যাচে স্কোয়াডে যোগ দিতে ঢাকা থেকে উড়ে গেছেন শেখ মেহেদি ও রিশাদ হোসেন।

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ