হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের নিউজিল্যান্ড সফরে থাকছে না টি-টোয়েন্টি

পাকিস্তান সিরিজের পর ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। এই সফরে কিউইদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন মুমিনুল হক-মুশফিকুর রহিমরা। আজ সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এফটিপিতে উল্লেখ থাকলেও সূচি থেকে টি-টোয়েন্টি সিরিজ বাদ দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

 দুই সপ্তাহ কোয়ারেন্টিনের পর নতুন বছরের প্রথম দিনেই কিউইদের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইতে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে। গত মার্চেও বাংলাদেশ নিউজিল্যান্ড সফরে গিয়েছিল। সেই সফরের অভিজ্ঞতা অবশ্য সুখকর নয়। টি-টোয়েন্টি ও ওয়ানডে মিলিয়ে ৬টি ম্যাচেই হেরেছিল তামিম-মাহমুদউল্লাহর দল। পরে অবশ্য ঘরের মাঠে কিউইদের বিপক্ষে ৩-২ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিয়েছিল বাংলাদেশ। তাদের সামনে আবারও কিউইদের মাঠে কঠিন পরীক্ষা। 

এর আগে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ খেলতে আগামীকালই বাংলাদেশ আসার কথা পাকিস্তান দলের। ১৯ নভেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম টি-টোয়েন্টি। একই মাঠে ২০ নভেম্বর দ্বিতীয় ও ২২ নভেম্বর হবে শেষ ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে স্বাগতিকদের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাবর আজমের দল। ২৬ নভেম্বর চট্টগ্রামে প্রথম ও ৪ ডিসেম্বর মিরপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট। 
 

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে এগিয়ে গেল ভারত

স্ত্রী, পড়াশোনা, বেতনসহ গুগলে শান্তকে নিয়ে মানুষ যা জানতে চান

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’