হোম > খেলা > ক্রিকেট

বাবরকে কি অধিনায়কত্ব থেকে সরাতে চেয়েছিলেন আফ্রিদি

বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা চলছে অনেক দিন ধরে। পারফরম্যান্সে প্রভাব পড়ায় বাবরকে অধিনায়কত্ব ছাড়ার পরামর্শ অনেক কিংবদন্তি ক্রিকেটারেরই। এবার শহীদ আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ এসেছে বাবরকে অধিনায়কত্ব থেকে সরানোর। এমন ঘটনায় রীতিমতো অবাক আফ্রিদি।

গত বছরের ডিসেম্বরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত হন রমিজ রাজা। এর পরই পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব নেন নাজাম শেঠি। প্রধান নির্বাচকের পদ থেকে সরানো হয় মোহাম্মদ ওয়াসিমকেও। এরপর অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছিলেন আফ্রিদিকে।

অন্তর্বর্তীকালীন দায়িত্বে থাকা অবস্থাতেই আফ্রিদি নাকি বাবরকে অধিনায়কত্ব থেকে সরাতে চেয়েছেন—গত পরশু শেঠি এমন দাবি করেন। এমন কথা শুনে তাজ্জব বনে যান আফ্রিদি। পাকিস্তানের এই লেগ স্পিনার গতকাল নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘নাজাম শেঠির সঙ্গে আমি কথা বলেছি। বাবর আজমের অধিনায়কত্বের ব্যাপারে আমাকে উল্লেখ করে তিনি (শেঠি) কিছু বলেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সবকিছু স্পষ্ট করে বলেছেন। আলোচনা এখানেই শেষ। নিউজিল্যান্ড সিরিজের জন্য বাবর ও পাকিস্তান দলকে শুভকামনা।’ 

বাবরকে ছাড়া কদিন আগে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে পাকিস্তান। সেই সিরিজে অধিনায়ক ছিলেন শাদাব খান। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ দিয়ে আবার ফিরছেন বাবর। কিউইদের বিপক্ষে পাঁচটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। ১৪ এপ্রিল লাহোরে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দুই দলের সিরিজ।

বিসিবির সঙ্গে কথা বলতে আসছে আইসিসির প্রতিনিধি দল, হতে পারে সমাধান

বিপিএলে সেরা বোলিংটা আজই করলেন শরীফুল

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল আফগানিস্তান

রংপুরের অধিনায়কত্ব লিটনের কাছে কোনো ‘বোঝা’ নয়

বিপিএলের সূচি পরিবর্তনে ধকল যাবে ক্রিকেটারদের ওপর দিয়েই

ভারতকে হারালে সবচেয়ে বেশি খুশি হয় বাংলাদেশ, বলছেন মিরাজ

‘অপরিচিত নম্বর থেকে ক্রিকেটারদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে’

যখন বিয়ে করেছিলাম, সে রকম চাপ মনে হয়েছে: বিপিএল ইস্যুতে বিসিবি পরিচালক

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

টালমাটাল অবস্থায় দেশের ক্রিকেট