হোম > খেলা > ক্রিকেট

পোলার্ডের সঙ্গে ডেভিডের তুলনার ব্যাপারে কী বললেন রোহিত 

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আক্রমণাত্মক ব্যাটিং করে বেশ নজর কেড়েছেন টিম ডেভিড। শেষের দিকে ঝোড়ো ব্যাটিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে জিতিয়েছেন বেশ কিছু ম্যাচ। ডেভিডের ঝোড়ো ব্যাটিংয়ে যেন অনেকেই খুঁজে পাচ্ছেন কাইরন পোলার্ডকে।

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে গতকাল আইপিএলের হাজারতম ম্যাচে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস-মুম্বাই ইন্ডিয়ান্স। ২১৩ এর লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে এক পর্যায়ে মুম্বাইয়ের স্কোর দাঁড়ায় ১৫.৪ ওভারে ৪ উইকেটে ১৫২ রান। শেষ ২৬ বলে যখন ৬১ রান দরকার, তখন ব্যাটিংয়ে আসেন টিম ডেভিড। ১৪ বলে ২ চার ও ৫ ছক্কায় ঝোড়ো ইনিংস খেলে মুম্বাইকে ৩ বল আগে ৬ উইকেটের জয় এনে দেন। যেখানে জেসন হোল্ডারকে টানা তিন ছক্কা মেরে মুম্বাইকে জিতিয়ে মাঠ ছাড়েন ডেভিড। ডেভিডের মতো কাইরন পোলার্ডও বিগত মৌসুমগুলোতে ঝোড়ো ব্যাটিং করে মুম্বাইকে অনেক ম্যাচ জিতিয়েছেন। ডেভিড-পোলার্ডের তুলনা প্রসঙ্গে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত শর্মা বলেন, ‘এখনো অনেক পথ বাকি। পোলার্ড অনেক ম্যাচ আমাদের এভাবে জিতিয়েছে। তবে টিমেরও অনেক শক্তি ও সামর্থ্য রয়েছে। এমন ব্যাটিংই বোলারদের চিন্তায় ফেলে দেয়।’

রাজস্থানের দেওয়া ২১৩ রান তাড়া করে ওয়াংখেড়েতে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড নিজেদের করে নেয় মুম্বাই। বড় রান তাড়া প্রসঙ্গে রোহিত বলেন, ‘যেভাবে আমরা রান তাড়া করেছি, তাতে খুবই ভালো লাগছে। এখানে আমরা এর আগের ম্যাচেও এমন লক্ষ্যে কাছাকাছি এসেছিলাম। আমাদের সামর্থ্য রয়েছে এবং নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে।’

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা