বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে জয়ের হ্যাটট্রিক করলেন নাজমুল হাসান পাপন। আজ অনুষ্ঠিত নির্বাচনে ক্যাটাগরি-২ (ক্লাব ক্যাটাগরি) থেকে নির্বাচিত হয়েছেন তিনি। বর্তমান বিসিবি প্রধান পেয়েছেন ৫৩ ভোট।
অনুমতিভাবে আবারও বোর্ডের শীর্ষ পদে বসতে যাচ্ছেন পাপন। যদিও নিরঙ্কুশ জয়ের পরও একটুখানি আক্ষেপ রয়ে গেছে তাঁর। তিনি মনে করেন, ক্রিকেটে অবদান রাখতে পারেন—এ রকম আরও অনেকে বোর্ডে আসতে পারতেন। কিন্তু তাঁরা আসেননি।
ভোট গ্রহণ শেষে বিসিবি কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের এই প্রতিক্রিয়া জানিয়েছেন পাপন। বলেছেন, ‘মানুষ ভোট দিয়েছে এটাই বড় কথা। তবে আরও খুশি হতাম, যদি আরও অনেকের অংশগ্রহণ থাকত। ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত আরও অনেক ভালো ভালো লোক আছেন। তারাও অনেক অবদান রাখতে পারতেন। এ রকম অনেকেই আসেননি।’
নির্বাচনে না আসার ব্যাপারটা পাপন দেখছেন এভাবে, ‘মনে হয় প্রথম নির্বাচন বলে তারা একটু সন্দিহান ছিলেন। সামনের নির্বাচনে আশা করি সবাই অংশগ্রহণ করবেন।’
সব মিলিয়ে অবশ্য বেশ সন্তুষ্ট পাপন, ‘আমরা যা ধারণা করেছিলাম, তার চেয়ে অনেক বেশি অংশগ্রহণ ছিল। কোথাও কোথাও ৯৯ শতাংশ ভোট পড়েছে। মানে সবাই ভোট দিতে এসেছেন। এটা বিশাল ব্যাপার। এর আগে অনেকে ভোট দিতে আসেননি। তাদের মতামতও জানা যায়নি। এবার সেটা হয়নি।’