হোম > খেলা > ক্রিকেট

৪৯ রানে ৬ উইকেট নেই জিম্বাবুয়ের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শেষ ওয়ানডেতে ২৫৭ রানের মাঝারি লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। তাড়া করতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩.২ ওভারে ৪৯ রান তুলতে ৬ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। 
অভিষেক ম্যাচের দ্বিতীয় ওভারে টানা দুই বলে ২ উইকেট নেন ইবাদত হোসেন। দুটি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। অন্য দুই শিকার হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজের।

প্রথম ওভারেই বাংলাদেশকে স্বস্তি এনে দেন হাসান। তাকুদজোয়ানাশে কাইতানোকে শূন্য রানে এলবিডব্লুর ফাঁদে ফেলেন এই পেসার। পরের ওভারে মিরাজ ফেরান মারুমানিকে। তাঁর বলে বোল্ড হন মারুমানি (১)। 

প্রথম ওয়ানডেতেও প্রথম ২ ওভারেই ২ উইকেট হারিয়েছিল জিম্বাবুয়ে। তবে আজ বাংলাদেশকে জোড়া সাফল্য এনে দেন অভিষিক্ত পেসার ইবাদত। পর পর দুই বলে ফেরান ওয়েসলি মাধহেভেরে ও দুর্দান্ত ফর্মে থাকা সিকান্দার রাজাকে। ইবাদতের বলে পয়েন্টে মিরাজের হাতে ক্যাচ দেন মাধহেভেরে। পরের বলে শূন্য রানে বোল্ড হয়ে ফেরেন রাজা। 
নবম ওভারে ইনোসেন্ট কাইয়াকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তাইজুল। আর প্রথম ওয়ানডেন সেঞ্চুরিয়ান ইনোসেন্ট কাইয়াকে করেন স্টাম্পড।

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন